Snoring Trouble : সঙ্গীর নাক ডাকার চোটে ঘুমের দফারফা? এই পাঁচ উপায় মেনে চললে আর সমস্যা হবে না...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Snoring Trouble : নাক ডাকার অভ্যাসের সঙ্গে সঙ্গে নিশ্বাসের সমস্যাও থাকে তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির হার্টে কিছু অসামঞ্জস্য আছে।
নাক ডাকার বিশ্রী আওয়াজ খুবই বিরক্তিকর। যিনি নাক ডাকেন, তাঁর পাশে যদি কেউ শোয় তাহলে তো ঘুমের পুরো দফারফা। কিন্তু নাক ডাকার সমস্যাকে হেলাফেলা করা ঠিক নয়। অনেক সময় মোটা হওয়ার জন্য বা আচমকা ওজন বেড়ে গেলে এমনটা হতে পারে। যদি কারও নাক ডাকার অভ্যাসের সঙ্গে সঙ্গে নিশ্বাসের সমস্যাও থাকে তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির হার্টে কিছু অসামঞ্জস্য আছে। আবার স্লিপ অ্যাপ্নিয়ার (Sleep Apnoea) জন্যও নাক ডাকার সমস্যা হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
নাকের প্যাসেজ বন্ধ নাক যদি বন্ধ হয় তাহলেও নাক ডাকার সমস্যা হতে পারে। নাকের রাস্তা বন্ধ হলে বায়ু ঠিকমতো চলাচল করতে পারে না ফলে শব্দ হয়। এর জন্য গরম তেল মালিশ করা যেতে পারে বা ন্যাজাল ড্রপ ব্যবহার করা যেতে পারে। শুতে যাওয়ার আগে উষ্ণ জলে স্নান করলেও কিছুটা হলেও সমস্যার সমাধান হয়। এতে নাকের প্যাসেজ খুলে যায়।
advertisement
advertisement