Sinus Remedies: আদা, তুলসীর সেরা টোটকা! এভাবে খেলেই সঙ্গে সঙ্গে সাইনাসের যন্ত্রণার ছুটি! বন্ধ নাক দিয়ে জল পড়া! গায়েব মাথাব্যথা!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sinus Remedies:যদি চিকিৎসা না করা হয়, তাহলে এগুলো গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। অতএব, শীতকালে যদি আপনার সাইনাসের সমস্যা হয়, তাহলে কিছু ঘরোয়া প্রতিকারের সাহায্যে আপনি এ থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
যদি আপনার সাইনাসের সাধারণ সমস্যা থাকে, তাহলে আপনার প্রতিদিন স্টিম ইনহেলেশন অনুশীলন করা উচিত। আপনি দিনে তিনবার, সকাল এবং সন্ধ্যায়, অথবা দিনে কমপক্ষে দু’বার স্টিম নিতে পারেন। এটি গলা এবং নাকের প্রদাহ কমায়, শ্লেষ্মা পরিষ্কার করতে সাহায্য করে। স্টিম ইনহেলেশন সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমাতেও সাহায্য করে।
advertisement
