Confession Day 2022: আজ স্বীকার করার দিন, জানেন কি এই দিনের অর্থ?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Confession Day 2022: স্বীকারোক্তি দিবস এমন লোকদের জন্য যাঁরা কোনও অপরাধবোধ স্বীকার করতে চান। ভুল বা অন্য় কিছু যা তাঁরা সম্পর্কে লুকিয়ে গিয়েছেন, এই দিনটি তাঁদের জন্য় উপযুক্ত।
গোটা প্রেমের সপ্তাহ ধরে আপনাকে প্রেমে মজে যাওয়ার অনেক সুযোগ দেওয়া হয়েছে। তাই এবার আপনার কপাল পুড়ল বলে। না, এমন একেবারেই নয় আপনি সাত থেকে চোদ্দোর বাইরে প্রেমে পড়তে পারবেন না। কিন্তু বিষয় হল, ভ্য়ালেন্টাইনস্ সপ্তাহকে যদি আপনি গুরুত্ব দিয়ে থাকেন, তবে যে অ্য়ান্টি ভ্য়ালেন্টাইনস্ কেও (Anti Valentines' Week) দিতে হবে। কী দেবেন তো?
advertisement
advertisement
advertisement
খ্রিস্টান ঐতিহ্যে পাপ স্বীকার করা অপরিহার্য বলে বিবেচিত হয়েছিল। পবিত্র বাইবেলের মূল উদ্দেশ্য ছিল মানুষকে অপরাধ স্বীকার করানো। তার ভিতরের পাপবোধ হালকা করা। খ্রিস্টধর্মে বলা হয় পাপবোধ আত্মবিশ্বাস নষ্ট করে, আত্মসম্মানবোধকে ধ্বংস করে। তাই রোমান মতে, একটু চেষ্টা করেই পাপবোধ বা অনুশোচনা থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement