কেন ভাল মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে ? এই প্রশ্নের উত্তর অর্জুনকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ
Last Updated:
পৃথিবীতে খারাপ-ভাল, সবরকমের মানুষই বাস করেন ৷ এমন অনেক মানুষই রয়েছেন, যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করেন না ৷ খারাপ কাজ করতে তাঁদের বিন্দুমাত্র ভয়ও হয় না ৷ আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান ৷ কোনও কাজ খারাপ করতে যাচ্ছেন, জানলে দুশ্চিন্তায় পড়েন ৷ কিন্তু এত ভাবার পরেও দেখা যায়, যারা অনায়াসে খারাপ কাজগুলি করেন, তাদের জীবনে কোনও সংকট নেই ৷ এদিকে ভাল মানুষের জীবনেই যত সমস্যা ৷ এতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক ৷ Photo: Collected
advertisement
প্রায়শই আমাদের মাথায় এই খেয়াল আসে, কেন সবসময় ভাল মানুষদের সঙ্গেই খারাপটা হয় ৷ কেন ভাল মানুষদের জীবনে সুখ এত পড়ে আসে ৷ যেখানে ভুল পথে যারা চালিত হচ্ছে, তারা অনেক কম সময়ের মধ্যেই অনেক কিছু পেয়ে থাকে ৷ অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন ৷ যার উত্তরও পেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে ৷ Photo: Collected
advertisement
advertisement
অর্জুনের প্রশ্ন ছিল, হে প্রভু ! কেন ভাল মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে ? জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন, যে ভাল মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা হয় না ৷ কারণ যে ব্যক্তিরা সদাচারি হন, সর্বদা ঈশ্বরকে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় ৷ সমস্ত পাপ থেকে থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয়, এটাই প্রত্যেকে চায় ৷ কর্মফল সবাইকেই ভুগতে হয় ৷ এমনকী, দেবতারাও তাঁদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন ৷
advertisement