ঘর থেকে বাইরে পা বাড়ালে যে জিনিসটি আপনার সবসময়ের সঙ্গী সেটি হল একজোড়া জুতো (Shoe Size Tells What)। আর এই জুতা হওয়া চাই মানানসই। সুন্দর জামাকাপড় পরে যদি এক জোড়া মানানসই জুতো পায়ে না গলালেন, তাহলে কিন্তু পুরো সাজটাই মাটি। কথায় আছে, মানুষের ব্যক্তিত্বের (Personality By Shoe Size) প্রকাশ ঘটে তার জুতোতেই।
আবার কোনও ব্যক্তির হাত-পা ও হাত-পায়ের আঙুলের গঠন, আকার, নাকের গড়ন দেখেও তার ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। কিন্তু আপনি কি জানেন, কোনও ব্যক্তির শ্যু সাইজও (Shoe Size Tells What) তার স্বভাব-চরিত্র ও ব্যক্তিত্বের নানান দিক তুলে ধরে? একদমই তাই দাবি গবেষকদের। জুতোর নম্বর দেখেই আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তিটি (Personality By Shoe Size) কেমন স্বভাবের।
জুতোর সাইজ ৫ নম্বর বা তার চেয়ে ছোট হলে:
যাদের জুতার (Shoe Size Tells What) মাপ ৫ নম্বর অথবা তার চেয়ে ছোট, তারা সাধারণত বড় মনের মানুষ হন এমনটাই বলছে বিশেষজ্ঞদের গবেষণা। সকলকে নিজের আপন করে নেন এবং ভালোবাসেন এই মানুষেরা। এরা নিজের চারপাশের লোকেদের আনন্দে রাখেন। শুধু তাই নয়, তারা সকলের সঙ্গে ভাল ব্যবহারও করেন।
জুতোর সাইজ ৬ নম্বর হলে
যাদের জুতার সাইজ (Shoe Size Tells What) ৬ নম্বর, তারা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন। যেমন মানুষেরা খুব সহজেই নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। সবাইকে আনন্দে রাখতে পারেন। এদের ভাল স্বভাবই (Personality By Shoe Size) তাঁদের সকলের মধ্যে জনপ্রিয় করে তোলে। এই ব্যক্তিরা উদার মানসিকতার হন।