Room Heating Tips: রুম হিটার লাগবেই না! শীতের কনকনে রাতে নামমাত্র খরচে ঘর রাখুন গনগনে গরম

Last Updated:
Room Heating Tips: এসময় প্রয়োজন ছাড়া খুব বেশি ঘর থেকে বাইরে যান না। সেজন্য প্রয়োজন সাধের ঘরটিও উষ্ণ রাখা। এজন্য বেশ কিছু নিয়ম মেনে চললে সমস্যার সমাধান হবে সহজেই।
1/6
শীতের আমেজ শুরু হতেই বছরের চেনা ছবি পাল্টে এ সময়টি অন্য সময়ের চেয়ে আলাদা। শীতে নিজেকে উষ্ণ রাখার পাশাপাশি দরকার নিজের ঘরকে উষ্ণ রাখা।
শীতের আমেজ শুরু হতেই বছরের চেনা ছবি পাল্টে এ সময়টি অন্য সময়ের চেয়ে আলাদা। শীতে নিজেকে উষ্ণ রাখার পাশাপাশি দরকার নিজের ঘরকে উষ্ণ রাখা।
advertisement
2/6
এসময় প্রয়োজন ছাড়া খুব বেশি ঘর থেকে বাইরে যান না। সেজন্য প্রয়োজন সাধের ঘরটিও উষ্ণ রাখা। এজন্য বেশ কিছু নিয়ম মেনে চললে সমস্যার সমাধান হবে সহজেই।
এসময় প্রয়োজন ছাড়া খুব বেশি ঘর থেকে বাইরে যান না। সেজন্য প্রয়োজন সাধের ঘরটিও উষ্ণ রাখা। এজন্য বেশ কিছু নিয়ম মেনে চললে সমস্যার সমাধান হবে সহজেই।
advertisement
3/6
শীতের সময় ঘর ঠাণ্ডা রাখার অন্যতম উপায় হলো ফয়েল পেপারের ব্যবহার। ফয়েল পেপার যা অ্যালুমিনিয়ামের তৈরি ও খুব ভালো তাপ পরিবাহী। পাশাপাশি এটি তাপ প্রতিফলনও করে। রান্নাঘরের দেয়ালে কিছু ফয়েল পেপার লাগিয়ে দিলে ঘর ঠান্ডা থাকবে।
শীতের সময় ঘর ঠাণ্ডা রাখার অন্যতম উপায় হলো ফয়েল পেপারের ব্যবহার। ফয়েল পেপার যা অ্যালুমিনিয়ামের তৈরি ও খুব ভালো তাপ পরিবাহী। পাশাপাশি এটি তাপ প্রতিফলনও করে। রান্নাঘরের দেয়ালে কিছু ফয়েল পেপার লাগিয়ে দিলে ঘর ঠান্ডা থাকবে।
advertisement
4/6
শীতের সময় ঘর গরম রাখতে একটি মাটির তৈরি ফুলদানি বা এ রকম কোনো পাত্রের নিচে অল্প ফাঁকা রেখে সেটিতে একটি জ্বলন্ত মোমবাতির ওপর উল্টো করে বসিয়ে দিন। এই প্রক্রিয়ায় পাত্রটি উষ্ণ হয়ে উঠবে এবং সেই তাপে। ঘর উষ্ণ থাকবে।
শীতের সময় ঘর গরম রাখতে একটি মাটির তৈরি ফুলদানি বা এ রকম কোনো পাত্রের নিচে অল্প ফাঁকা রেখে সেটিতে একটি জ্বলন্ত মোমবাতির ওপর উল্টো করে বসিয়ে দিন। এই প্রক্রিয়ায় পাত্রটি উষ্ণ হয়ে উঠবে এবং সেই তাপে। ঘর উষ্ণ থাকবে।
advertisement
5/6
শীতের রাতে বিছানা ঠাণ্ডা হয়ে যায়। সেজন্য ঘুমাতে যাওয়ার আগে কম্বল বা লেপের নিচে একটি গরম রাবারের জলের বোতল রেখে দিন। কারন রাবার তাপ ধরে রাখে। কম্বল-লেপের নিচে এ ধরনের বোতল রেখে দেওয়ার ফলে রাবার ও জলের তাপে বিছানা উষ্ণ হয়ে উঠবে।
শীতের রাতে বিছানা ঠাণ্ডা হয়ে যায়। সেজন্য ঘুমাতে যাওয়ার আগে কম্বল বা লেপের নিচে একটি গরম রাবারের জলের বোতল রেখে দিন। কারন রাবার তাপ ধরে রাখে। কম্বল-লেপের নিচে এ ধরনের বোতল রেখে দেওয়ার ফলে রাবার ও জলের তাপে বিছানা উষ্ণ হয়ে উঠবে।
advertisement
6/6
ঠিকমতো সময়ে ঘরের পর্দা খোলা ও বন্ধ রাখা উচিত। দিনে যখন রোদ থাকবে, তখন ঘরের পর্দাগুলো মেলে দিন। এতে ঘরের ভেতর পর্যাপ্ত আলো ঢোকার সুযোগ পাবে। তবে সন্ধ্যার পরপরই পর্দা পুনরায় বন্ধ করে দিতে হবে।
ঠিকমতো সময়ে ঘরের পর্দা খোলা ও বন্ধ রাখা উচিত। দিনে যখন রোদ থাকবে, তখন ঘরের পর্দাগুলো মেলে দিন। এতে ঘরের ভেতর পর্যাপ্ত আলো ঢোকার সুযোগ পাবে। তবে সন্ধ্যার পরপরই পর্দা পুনরায় বন্ধ করে দিতে হবে।
advertisement
advertisement
advertisement