Health Tips: রুই মাছ খান...? ভুলেও ছোঁবেন না 'এঁরা'! বিপদে পরে যাবেন! আরেকবার খাওয়ার আগে জানুন বিশেষজ্ঞের মত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Health Tips: রুই মাছ সুস্বাদু সে বিষয়ে দ্বিমত নেই কোনও। কিন্তু জানেন কী এই মাছ খেলে শরীরে কেমন প্রভাব পড়ে? কাদের জন্য এই মাছ বেশি খাওয়া বারণ?
advertisement
advertisement
advertisement
advertisement
মানবদেহে অনেক ধরণের পুষ্টির প্রয়োজন, যা পূরণ করার জন্য আমাদের নানা ধরণের খাবারই খাওয়া উচিত। এর মধ্যে একটি হচ্ছে রুই মাছ। এটি খেলে আয়োডিন, সেলেনিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, প্রোটিনের মতো খনিজ পদার্থের ঘাটতি পূরণ করা যায়। আপনি যদি আমিষভোজী হন এবং এখনও এই মাছ না খেয়ে থাকেন, তাহলে আজ থেকেই রুই মাছ খাওয়া শুরু করুন।
advertisement
কারণ রুই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা শরীরে ভিটামিন সি ঘাটতি পূরণে সাহায্য করে। ভিটামিন সি-র অভাবে সৃষ্ট রোগ যেমন- স্কার্ভি, রক্তশূন্যতা, দুর্বলতা, রক্তপাত, হাত-পা ও বিশেষ করে পায়ে ব্যথা, মাড়িতে আলসার ও দাঁত ক্ষয় ইত্যাদি থেকে এর সেবনে উপশম পাওয়া যায়। যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকে তবে আপনি এই রোগের শিকার হওয়া এড়াতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
দীর্ঘ ৪৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পুষ্টিবিদ ড লক্ষ্মীদত্ত শুক্লা বলেন, মাছ জল থেকে পারদ শোষণ করে। উচ্চ মাত্রার পারদ সেবন ক্ষতিকারক হতে পারে, বিশেষ করে গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা এবং ছোট শিশুদের জন্য। অতএব,এঁদের জন্য রুই মাছ এবং অন্যান্য উচ্চ-পারদ-যুক্ত মাছ খাওয়া সীমিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement