Relationship: কেন বয়সে ছোট পুরুষদের প্রতি আকৃষ্ট হন মধ্যবয়সি মহিলারা? চাঞ্চল্যকর রিপোর্ট সমীক্ষার
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কথায় বলে, প্রেম আর যুদ্ধক্ষেত্রে সবই সম্ভব, এই দুটি জায়গায় উচিৎ-অনুচিৎ বলে কিছু হয় না! শুধু কথার কথা নয়, প্রেম সত্যি-ই অন্ধ! কার যে কোথায় মজবে মন, তা কেউ বলতে পারে না! তবে, সাম্প্রতিকতম এক সমীক্ষা বলছে, মাঝবয়সে এসে বহু মহিলাই পরকীয়ায় জড়ান! এর অন্যতম প্রধান কারণ, স্থায়ী সম্পর্কে একঘেয়েমি! বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, বয়সে কম পুরুষদের প্রেমে পড়েন মহিলারা। কেন কমবয়সি পুরুষদেরই পছন্দ মধ্যবয়সি মহিলাদের? জানাচ্ছে গবেষকরা--
advertisement
মাঝবয়সি মহিলারা জীবনের অনেকটা চরাই-উতরাই পেরিয়ে এসেছেন! ভাল সময় যেমন দেখেছেন, সাক্ষী হয়েছেন সংসারের খারাপ সময়েরও! সংসারের এই দোলাচল তাঁদের মধ্যে একঘেয়েমির সৃষ্টি করেছে! সেই একই রুটিন! বয়সের সঙ্গে সঙ্গে স্বামী বা পার্টনার, যেই হোন না কেন, সেও কেমন জানি থমকে গিয়েছেন! আগের মতো আর এনার্জি নেই তাঁর মধ্যেও! এই পরিস্থিতিতে বয়সে ছোট পুরুষের লাগামহীন উচ্ছ্বলতা, উদ্দীপনা মহিলাদের চোখে খুব আকর্ষণীয় হয়ে ওঠে।
advertisement
মাঝবয়সি মহিলারা জীবনের অনেকটা চরাই-উতরাই পেরিয়ে এসেছেন! ভাল সময় যেমন দেখেছেন, সাক্ষী হয়েছেন সংসারের খারাপ সময়েরও! সংসারের এই দোলাচল তাঁদের মধ্যে একঘেয়েমির সৃষ্টি করেছে! সেই একই রুটিন! বয়সের সঙ্গে সঙ্গে স্বামী বা পার্টনার, যেই হোন না কেন, সেও কেমন জানি থমকে গিয়েছেন! আগের মতো আর এনার্জি নেই তাঁর মধ্যেও! এই পরিস্থিতিতে বয়সে ছোট পুরুষের লাগামহীন উচ্ছ্বলতা, উদ্দীপনা মহিলাদের চোখে খুব আকর্ষণীয় হয়ে ওঠে।
advertisement
advertisement
advertisement