Relationship Tips: প্রেমিক ভালবাসার নাটক করছেন! তাঁর এই কাজগুলি দেখলেই বুঝবেন যে প্রতি পদে ঠকছেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Relationship Tips: বর্তমান সময়ে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে অনেক সম্পর্কেই চিড় ধরছে। কী ভাবে বুঝবেন আপনার প্রেমিক বিশ্বাসঘাতকতা করছেন কি না? জেনে নেওয়া যাক।
যে কোনও সম্পর্কেই ভিতই হল ভরসা। একে অপরের প্রতি বিশ্বাসই একটি সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। আর সেই সম্পর্ক যদি প্রেমের হয়, সে ক্ষেত্রে শেষ কথা বলবে বিশ্বাসযোগ্যতাই। কিন্তু বর্তমান সময়ে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে অনেক সম্পর্কেই চিড় ধরছে। কী ভাবে বুঝবেন আপনার প্রেমিক বিশ্বাসঘাতকতা করছেন কি না? জেনে নেওয়া যাক।
advertisement
আপনার প্রেমিক কি ইদানীং নতুন কোনও এক মানুষের কথা বলছেন? হয়ত সেই মানুষটির সঙ্গে তাঁর জিম, অফিস বা অন্য কোথাও আলাপ হয়েছে। কিন্তু আপনাদের কথাবার্তার সিংহ ভাগ জুড়েই থাকছেন সেই নতুন মানুষটি। এ রকম ঘটলে বুঝতে হবে আপনার প্রেমিকের সঙ্গে সেই তৃতীয় ব্যক্তিটির কোনও একটি সম্পর্ক গড়ে উঠেছে। অবশ্য সব ক্ষেত্রে এমন না-ও হতে পারে।
advertisement
advertisement
advertisement
যে মানুষটিকে ভালবাসেন, তাঁর জীবনে কি হঠাৎ করেই তাঁর জীবনে কাজের ব্যস্ততা বেড়ে গিয়েছে? মাঝেমধ্যেই তাঁকে 'বিজনেস ট্রিপ'-এ চলে যেতে হচ্ছে? সেখানে যাওয়ার আগে যদি আপনার প্রেমিক নিজেকে নিয়ে বেশি সচেতন হয়ে পড়েন, হঠাৎ করেই নিজের পরিচর্যা শুরু করেন, তা হলে বুঝতে হবে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে।