Relationship Tips: যারা নিজেদেরকেই ভালোবাসতে জানে না, তাঁদের ভালোবাসা শেখানো যায় কীভাবে ?
- Published by:Ananya Chakraborty
Last Updated:
পার্টনার যদি নিজেকে গুরুত্বহীন বা প্রয়োজনহীন বলে মনে করেন। তাহলে এখনই সঠিক পথ নিতে হবে।
ভালোবাসা তখনই হয় যখন দুই তরফ থেকে একে অপেরর সমানভাবে সঙ্গ দেওয়া হয়। জীবনের বড় একটা দায়িত্ব হল ভালোবাসা। আর এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে জীবনে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এরমধ্যে একটা বড় সমস্যা হল, যদি কেউ এমন কাউকে ভালোবাসে যে নিজেকে ঠিক করে ভালোবাসতে জানে না। এইরকম মানুষেরা নিজেকে সন্দেহ করে এমনকী নিজেকে নিয়েই সমালোচনা করে। যা ধীরে ধীরে তাঁর পার্টনারকেও সমস্যায় ফেলে দেয়। এমন মানুষকে ভালোবাসার জন্য পার্টনারের জীবনও দুর্বিসহ হয়ে উঠতে পারে। তবে চিন্তা নেই, যদি তাঁদেরকে সঠিক পথ দেখানো যায়, তাহলে সমস্যার সমাধান সম্ভব। নীচে রইল কিছু পদ্ধতি…
advertisement
advertisement
তাঁদের প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলতে হবে - পার্টনার যদি নিজেকে গুরুত্বহীন বা প্রয়োজনহীন বলে মনে করেন। তাহলে এখনই সঠিক পথ নিতে হবে। তাঁদের শক্তি, তাঁদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মনে করাতে হবে। তাঁদের সঙ্গে পজিটিভ বিষয় নিয়ে সর্বক্ষণ কথোপকথন করতে হবে। যাতে তাঁরা স্বস্তি বোধ করে, আর নিজেকে গুরুত্বহীন মনে না করে।
advertisement
advertisement
কেউ সফলতা অর্জন করলে প্রশংসা করতে হবে - যখনই পার্টনার কোনও বিষয়ে সফলতা অর্জন করবে তখন তাঁর প্রশংসা করাটা ভালো লক্ষণ! তাঁদের কৃতিত্বের সম্মান করলে তাঁরা নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবে। আর যদি তাঁর জীবনে সফলতার জন্য তাঁকে চিয়ারআপ করা যায়, তাহলে তিনি নিজের মধ্যে পজিটিভিটি ফিরে পাবেন এবং জীবনে আরও এগিয়ে যেতে পারবেন।
advertisement
কীভাবে নিজেকে ভালোবাসা যায় সেটা পার্টনারকে বোঝাতে হবে - পজিটিভ গল্প সবসময় মানুষকে উজ্জীবিত করে। বিশেষ করে যখন সেটা কাছের মানুষ হয়। নিজেকে ভালোবাসাই হল সম্পর্কের সবথেকে বড় চাবিকাঠি। কারণ নিজের সঙ্গেই জড়িয়ে থাকে ভালোবাসা সহ অন্য আরও সম্পর্ক। সেটা কাছের মানুষকে বোঝাতে হবে। একটা ভালো পদক্ষেপ এভাবে গড়ে তুলতে পারে সুন্দর ও সুখের জীবন।