পিল না কন্ডোম ? ব্যবহারের আগে জেনে নিন, কোনটা বেশি নিরাপদ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বাজারে হাজাররকম পিল-এর ছড়াছড়ি! এর মধ্যে কোনটি আপনার জন্য ঠিক, তা জানতে অবশ্যই কোনও গাইনোকলজিস্টের পরামর্শ নিন। দীর্ঘদিন পিল খাওয়ার অভ্যাস থেকে নানা শারীরিক সমস্যার ঝুঁকি থাকে যা কন্ডোমের ক্ষেত্রে নেই বললেই চলে। তাই নিজের শারীরিক অবস্থা বুঝে তবেই পিল খান। সাধারণত ২৫-৪৫ বছরের মহিলারা মাঝেমধ্যে পিলে নির্ভর করতে পারেন। কিন্তু টিনএজারদের ক্ষেত্রে এটি একেবারেই সুরক্ষিত নয়। Photo Source: Collected