ভারতে পরকীয়ায় এগিয়ে বিবাহিত মহিলারা এবং..., চাঞ্চল্যকর সমীক্ষা ডেটিং অ্যাপের!
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সমীক্ষা বলছে, ৪৮ শতাংশ ভারতীয় বিশ্বাস করেন, দুজনকে একসঙ্গে ভালোবাসা সম্ভব৷ ৪৬ শতাংশ ভারতীয় মনে করেন, একটি সম্পর্কের মধ্যে থেকেও আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়াই যায়৷
পরকীয়া বহু প্রাচীন৷ সেকালেও ছিল৷ এ কালেও আছে৷ তবে স্মার্টফোনের রমরমায় এখন পরকীয়া দেদার চললেও, তা লালিত হয় ফোনেই৷ একগুচ্ছ ডেটিং অ্যাপ-এর জেরে পরকীয়ার রমরমা বেড়েছে৷ ভারতেপুরুষ না মহিলা, কারা বিবাহবহির্ভূত সম্পর্কে বেশি জড়িয়ে পড়ছে? ভারতের প্রথম বিবাহবহির্ভূত ডেটিং অ্যাপ-এর সমীক্ষায় উঠে এল চাঞ্চল্য কর তথ্য৷
advertisement
advertisement
advertisement
কিন্তু পরকীয়ায় ধরা পড়লে সঙ্গী বা সঙ্গিনী কি ক্ষমা করছেন? ৭ শতাংশ ব্যক্তির বক্তব্য, পার্টনারের পরকীয়া জেনে ফেললেও, তাঁরা একবারেই ক্ষমা করে দেবেন৷ ৪০ শতাংশের বক্তব্য, যদি সব বোঝাপোড়া ঠিক থাকে, তা হলে আলোচনার মাধ্যমে ক্ষমা করাই যায়৷ তবে শর্ত হল, তিনিও যদি কোনও দিন সম্পর্কে জড়িয়ে পড়েন, ক্ষমা করে দিতে হবে৷ এরকম ধারণা ৬৯ শতাংশের৷
advertisement
advertisement
advertisement