নিঃশব্দে ভেঙে যাচ্ছে সম্পর্ক! কোথায় সমস্যা? এই ৬ লক্ষণেই বুঝবেন
Last Updated:
অনেকে ভালোবেসে বিয়ে করে৷ কারও বিয়ের পর ভালোবাসা হয়৷ অর্থাত্ ভালোবাসাটা দু ক্ষেত্রেই থাকছে৷ ওটাকে বাদ দিয়ে কিছুই সম্ভব নয়৷ কিন্তু অনেক বিয়েই টিকে থাকে দিনের পর দিন৷ ভালোবাসাহীন৷ একই ঘরে বসবাস, নেই শুধু মনের মিল৷ কয়েকটি লক্ষণে আপনিও বুঝতে পারবেন, সম্পর্কের মধ্যে তৈরি হয়েছে বিরাট ফাঁক৷ অথচ টিকে রয়েছে বিয়েটা৷ রইল সেই লক্ষণগুলি৷ সতর্ক হয়ে শুধরে গেলে সময় থাকতেই সব ঠিক হয়ে যাবে৷
advertisement
advertisement
advertisement
বিয়ের পর অনেক সময়ই কমন ফ্রেন্ড হয়৷ অর্থাত্ স্বামী বা স্ত্রীর একই বন্ধু৷ কিন্তু সম্পর্কের অবনিত হলে, বন্ধু পরিবর্তনব হয়ে যায়৷ মানে, কোনও নিমন্ত্রণ বাড়িতে একসঙ্গে যাওয়া বা পার্টিতে একসঙ্গে থাকা এড়ানোর চেষ্টা চলে দু পক্ষ থেকেই৷ এ ক্ষেত্রে সহজ সমাধান হল, এক সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা দিন৷
advertisement
advertisement
advertisement
স্বামী বা স্ত্রী পছন্দ করেন না, এমন কাজ আগে করতেন না৷ কিন্তু এখন আর অপরাধ বোধ হয় না৷ নিজের যা ইচ্ছে তাই করছেন৷ স্ত্রী বা স্বামীকে পরোয়া করেন না৷ এটা কিন্তু খারাপ লক্ষণ৷ নতুন করে শুরু করাই যায় সব কিছু৷ ভাবনার মধ্যে পরিবর্তন আনুন৷ আপনি যা ভাববেন, সেটাই প্রতিফলিত হবে সম্পর্কে৷ সুতরাং আগে চিন্তা ঠিক করুন, তারপর একে অপরের সঙ্গে কথা বলুন৷