Purulia Tourism: দুর্গাপুজোর আগে পুরুলিয়া ট্যুরের প্ল্যান আছে, এখনই 'চেক' করুন, 'বিপাকে' পড়তে পারেন

Last Updated:
দুর্গাপুজোর আগে পুরুলিয়া বেড়াতে আসার প্ল্যান থাকলে হয়ে যান সতর্ক। কারণ এইদিন পুরুলিয়ায় আসলে পড়তে হতে পারে বিপাকে। বাস , ট্রেন , যে-কোনও যান চলাচল সবটাই অচল হয়ে পড়তে পারে এইদিন।
1/6
পুরুলিয়া শর্মিষ্ঠা ব্যানার্জি : বছরের বিভিন্ন সময়তেই পুরুলিয়ায় ঘুরতে আসেন পর্যটকেরা। দুর্গাপুজোতেও পুরুলিয়ায় পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। দুর্গাপুজোর আগে থেকেই সমস্ত হোটেল রিসোর্ট বুকিং হয়ে যায়।
পুরুলিয়া শর্মিষ্ঠা ব্যানার্জি : বছরের বিভিন্ন সময়তেই পুরুলিয়ায় ঘুরতে আসেন পর্যটকেরা। দুর্গাপুজোতেও পুরুলিয়ায় পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। দুর্গাপুজোর আগে থেকেই সমস্ত হোটেল রিসোর্ট বুকিং হয়ে যায়।
advertisement
2/6
দুর্গাপুজোর আগে পুরুলিয়া বেড়াতে আসার প্ল্যান থাকলে হয়ে যান সতর্ক। কারণ এইদিন পুরুলিয়ায় আসলে পড়তে হতে পারে বিপাকে। বাস , ট্রেন , যে-কোনও যান চলাচল সবটাই অচল হয়ে পড়তে পারে এইদিন। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
দুর্গাপুজোর আগে পুরুলিয়া বেড়াতে আসার প্ল্যান থাকলে হয়ে যান সতর্ক। কারণ এইদিন পুরুলিয়ায় আসলে পড়তে হতে পারে বিপাকে। বাস , ট্রেন , যে-কোনও যান চলাচল সবটাই অচল হয়ে পড়তে পারে এইদিন।
ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
২০-শে সেপ্টেম্বর আদিবাসী কুড়মি সমাজ রেল টেকা আন্দোলনের ডাক দিয়েছে। ‌ পাশাপাশি থাকবে চাক্বা জাম কর্মসূচি। ‌এইদিন বাস, ট্রেন সমস্ত কিছুই বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন আদিবাসী কুড়র্মি সমাজ। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
২০-শে সেপ্টেম্বর আদিবাসী কুড়মি সমাজ রেল টেকা আন্দোলনের ডাক দিয়েছে। ‌ পাশাপাশি থাকবে চাক্বা জাম কর্মসূচি। ‌এইদিন বাস, ট্রেন সমস্ত কিছুই বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিচ্ছেন আদিবাসী কুড়র্মি সমাজ।
ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
আদিবাসী কুড়মি সমাজের এই আন্দোলনের কথা সরকারিভাবে সর্বত্র তারা লিখিত আকারে জানিয়েছেন। ইতিমধ্যেই আন্দোলনের রূপরেখা তৈরি করতে বিভিন্ন জায়গায় জনসভাও করেছেন তারা। ছবি ও তথ্যসংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
আদিবাসী কুড়মি সমাজের এই আন্দোলনের কথা সরকারিভাবে সর্বত্র তারা লিখিত আকারে জানিয়েছেন। ইতিমধ্যেই আন্দোলনের রূপরেখা তৈরি করতে বিভিন্ন জায়গায় জনসভাও করেছেন তারা।
ছবি ও তথ্যসংগ্রহে- শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
এই কর্মসূচির কারণে বিপাকে পড়তে পারেন পর্যটকেরা। তাই অনেকেই এইসময় পুরুলিয়া আসার প্ল্যান ক্যানসেল করছেন। পম্পা ভট্টাচার্য নামে এক পর্যটক বলেন , সেপ্টেম্বরের মাঝামাঝি ওই সময়তে তিনি পুরুলিয়া আসার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু আদিবাসী কুড়মি সমাজের এই আন্দোলনের কথা জানতে পেরে তিনি বেড়াতে আসার প্ল্যান ক্যানসেল করেছেন।‌ ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
এই কর্মসূচির কারণে বিপাকে পড়তে পারেন পর্যটকেরা। তাই অনেকেই এইসময় পুরুলিয়া আসার প্ল্যান ক্যানসেল করছেন। পম্পা ভট্টাচার্য নামে এক পর্যটক বলেন , সেপ্টেম্বরের মাঝামাঝি ওই সময়তে তিনি পুরুলিয়া আসার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু আদিবাসী কুড়মি সমাজের এই আন্দোলনের কথা জানতে পেরে তিনি বেড়াতে আসার প্ল্যান ক্যানসেল করেছেন।‌
ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
এ বিষয়ে এক ব্যবসায়ী পুষ্পরানি মাহাতো বলেন , পর্যটকেরা যদি পুজোর মুখোমুখি সময়তে না আসে তাহলে তাদেরও ব্যবসায়িক দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে হবে। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
এ বিষয়ে এক ব্যবসায়ী পুষ্পরানি মাহাতো বলেন , পর্যটকেরা যদি পুজোর মুখোমুখি সময়তে না আসে তাহলে তাদেরও ব্যবসায়িক দিক থেকে ক্ষতির সম্মুখীন হতে হবে।
ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
advertisement
advertisement