Puja Special: 'শোলে' সিনেমার 'জয়-বিরু'র নামেই ভুরিভোজ মধ্যমগ্রামে, থাকছে 'গব্বর সিং'-ও
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
১০৯ টাকা থেকে শুরু ভেজ থালি, যেখানে থাকছে ভাত, ডাল, ভাজা, তিন রকমের বিশেষ সবজি, চাটনি, পাপড় ও পায়েস। এছাড়াও থাকছে চিকেন, মটন ও মাছের হরেক কিসিমের থালি
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিলবে বাঙালি থালি। বিকেল থেকে মিলবে ইন্ডিয়ান ও চাইনিজ খাবার। হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। এই থিম রেস্টুরেন্টের ঘরোয়া স্বাদ, কম খরচ, আর বন্ধুত্বপূর্ণ ব্যবহারেই মুগ্ধ ভোজনরসিকরা। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে 'শোলে কিচেন'। প্রতিদিন ভিড় জমছে মধ্যমগ্রামের এই অভিনব থিম রেস্তোরাঁয়