Puja Fashion 2023: কিছু খেলেই লিপস্টিক উঠে যায়? এই এক উপায়ে পুজোয় ঘণ্টার পর ঘণ্টা রাঙা থাকবে ঠোঁট!

Last Updated:
Puja Fashion 2023: পুজোর বাকি আর কয়েকদিন। আর পুজোর সাজ একেবারেই সম্পূর্ণ হয় না লিপস্টিক ছাড়া। শাড়ি হোক কি ড্রেস লিপস্টিক চাই-ই-চাই।
1/7
লিপস্টিক লাগানোর সময় মনে রাখতে হবে অল্প কিছু টিপস।
লিপস্টিক লাগানোর সময় মনে রাখতে হবে অল্প কিছু টিপস।
advertisement
2/7
তবে, কোনও লিপস্টিক সারাক্ষণ থাকে না। বারবার লাগাতে হয়। লিপস্টিক লাগানোর সময় মনে রাখতে হবে অল্প কিছু টিপস।
তবে, কোনও লিপস্টিক সারাক্ষণ থাকে না। বারবার লাগাতে হয়। লিপস্টিক লাগানোর সময় মনে রাখতে হবে অল্প কিছু টিপস।
advertisement
3/7
প্রথমেই, চিনি আর নারকেল তেল দিয়ে ঠোঁট হালকা মালিশ করে নিন। এরপর লিপজেল লাগিয়ে নিন। চলে যাবে খসখসে ভাব।
প্রথমেই, চিনি আর নারকেল তেল দিয়ে ঠোঁট হালকা মালিশ করে নিন। এরপর লিপজেল লাগিয়ে নিন। চলে যাবে খসখসে ভাব।
advertisement
4/7
 ঠোঁটের জন‍্য বিশেষ প্রাইমার পাওয়া যায়। যা ঠোঁটের রং অনেকক্ষণ স্থায়ী করে। এবং রংটাও সঠিকভাবে ফুটে উঠবে। এবার ঠোঁটের উপর ফাউন্ডেশন লাগান।
ঠোঁটের জন‍্য বিশেষ প্রাইমার পাওয়া যায়। যা ঠোঁটের রং অনেকক্ষণ স্থায়ী করে। এবং রংটাও সঠিকভাবে ফুটে উঠবে। এবার ঠোঁটের উপর ফাউন্ডেশন লাগান।
advertisement
5/7
 এরপর যে লিপস্টিক লাগাবেন, তার সঙ্গে মানানসই রঙের লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশ এঁকে নিন। পাশাপাশি ঠোঁটের ভেতরের অংশটুকুও ভরে ফেলুন।
এরপর যে লিপস্টিক লাগাবেন, তার সঙ্গে মানানসই রঙের লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশ এঁকে নিন। পাশাপাশি ঠোঁটের ভেতরের অংশটুকুও ভরে ফেলুন।
advertisement
6/7
এবার লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর পর টিস্যু পেপার দিয়ে হালকা চাপ দিন। টিস্যুর ওপর দিয়ে একটু পাউডার বুলিয়ে নিন ব্রাশের সাহায্যে।
এবার লিপস্টিক ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর পর টিস্যু পেপার দিয়ে হালকা চাপ দিন। টিস্যুর ওপর দিয়ে একটু পাউডার বুলিয়ে নিন ব্রাশের সাহায্যে।
advertisement
7/7
সব শেষে আবার এক কোট লিপস্টিক লাগিয়ে ফেলুন। এভাবে লিপস্টিক পরলে অনেকক্ষণ রং থাকবে ঠোঁটে।
সব শেষে আবার এক কোট লিপস্টিক লাগিয়ে ফেলুন। এভাবে লিপস্টিক পরলে অনেকক্ষণ রং থাকবে ঠোঁটে।
advertisement
advertisement
advertisement