Interesting Fact: অধিকাংশ পুরুষের পছন্দ নীল রং, নারীদের পাল্লা ভারী সবুজ, গোলাপির দিকে, এর পিছনে আছে বিশেষ কারণ, জেনে নিন

Last Updated:
Interesting Fact: সার্বিকভাবে দেখা যায় পুরুষরা নীল রং বেশি পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে পাল্লা ভারী সবুজ, গোলাপি রঙের।
1/9
রঙের প্রতি বাছবিচার কমবেশি আমাদের সকলেরই আছে। এক একটা রং আলাদা আলাদা বার্তা বহন করে।
রঙের প্রতি বাছবিচার কমবেশি আমাদের সকলেরই আছে। এক একটা রং আলাদা আলাদা বার্তা বহন করে।
advertisement
2/9
মনোবিদরা বলেন কে কোন রং পছন্দ করেন, তার থেকে তাঁর মানসিকতা প্রকাশ পায়।
মনোবিদরা বলেন কে কোন রং পছন্দ করেন, তার থেকে তাঁর মানসিকতা প্রকাশ পায়।
advertisement
3/9
সার্বিকভাবে দেখা যায় পুরুষরা নীল রং বেশি পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে পাল্লা ভারী সবুজ, গোলাপি রঙের।
সার্বিকভাবে দেখা যায় পুরুষরা নীল রং বেশি পছন্দ করেন। মহিলাদের ক্ষেত্রে পাল্লা ভারী সবুজ, গোলাপি রঙের।
advertisement
4/9
এরকম কোনও বিভাজন সব সময় করা যায় না। কোনও রঙের গায়ে সরাসরি পুরুষািল বা মেয়েলি তকমাও দেওয়া অনুচিত।
এরকম কোনও বিভাজন সব সময় করা যায় না। কোনও রঙের গায়ে সরাসরি পুরুষািল বা মেয়েলি তকমাও দেওয়া অনুচিত।
advertisement
5/9
মনোবিদরা বলেন, পুরুষদের মধ্যে নীল রং পছন্দ করার প্রবণতা বেশি হওয়ার সঙ্গে জড়িয়ে আছে আদিম মানুষের প্রবৃত্তি।
মনোবিদরা বলেন, পুরুষদের মধ্যে নীল রং পছন্দ করার প্রবণতা বেশি হওয়ার সঙ্গে জড়িয়ে আছে আদিম মানুষের প্রবৃত্তি।
advertisement
6/9
বলা হয়, আদিম মানুষ যখন শিকারে যেত তখন তারা নীল আকাশ দেখলে খুশি হত। কারণ আকাশ পরিষ্কার থাকলে শিকার অভিযান ভাল হবে। আহার্যের সমস্যা মিটবে।
বলা হয়, আদিম মানুষ যখন শিকারে যেত তখন তারা নীল আকাশ দেখলে খুশি হত। কারণ আকাশ পরিষ্কার থাকলে শিকার অভিযান ভাল হবে। আহার্যের সমস্যা মিটবে।
advertisement
7/9
আবার অন্যদিকে আদিম মানবসমাজে নারীরা কাজ করতেন ক্ষেতে। মাঠে সবুজ ফসলের মধ্যে কৃষিকাজ করতে করতে মানসিক দিক থেকে জড়িয়ে পড়েন এই রঙের সঙ্গে।
আবার অন্যদিকে আদিম মানবসমাজে নারীরা কাজ করতেন ক্ষেতে। মাঠে সবুজ ফসলের মধ্যে কৃষিকাজ করতে করতে মানসিক দিক থেকে জড়িয়ে পড়েন এই রঙের সঙ্গে।
advertisement
8/9
তবে এর ব্যাতিক্রমও আছে। অনেক মহিলাও নীল রং পছন্দ করেন। আবার পুরুষ হলেই যে সবুজ বা গোলাপি রঙের থেকে সব সময় মুখ ফিরিয়ে থাকেন, সেটাও ঠিক নয়।
তবে এর ব্যাতিক্রমও আছে। অনেক মহিলাও নীল রং পছন্দ করেন। আবার পুরুষ হলেই যে সবুজ বা গোলাপি রঙের থেকে সব সময় মুখ ফিরিয়ে থাকেন, সেটাও ঠিক নয়।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement