Healthy Tips: সস্তার সবজি বলে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, প্রোটিনের সেরা সম্পদ এড়িয়ে যাবেন না, রোজ রাখুন পাতে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Veg Protein: যারা প্রাণিজ প্রোটিন একেবারেই খাচ্ছেন না, তারা নির্দ্বিধায় এ সমস্ত প্রোটিন খেলে উপকার পাবেন
advertisement
advertisement
advertisement
advertisement
ডালের মধ্যেও রয়েছে প্রচুর প্রোটিন। মুগ, মুসুর ছাড়াও বিভিন্ন রকমের ডাল আমরা খেয়ে থাকি। যাঁরা নিরামিষ খাবার খান, তাঁরা অবশ্যই রোজের মেনুতে রাখুন বিভিন্ন রকমের ডাল। তবে যাঁদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি, তাঁরা মুসুর ডাল এড়িয়ে চলুন। বিভিন্ন রকমের ডাল একসঙ্গে মিশিয়ে একটা ডালও বানিয়ে খেতে পারেন। তরকার ডালও খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। সর্বোপরি ডালে প্রোটিন উপাদানের পাশাপাশি এটি রিচ ফাইবার ফুড। ফলে ওজন ঠিক রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে ডাল।” যারা প্রাণিজ প্রোটিন একেবারেই খাচ্ছেন না, তারা নির্দ্বিধায় এ সমস্ত প্রোটিন খেলে উপকার পাবেন।
advertisement
শক্তি বৃদ্ধি, পেশী বৃদ্ধি এবং হাড় মজবুত করার জন্য আমাদের সকলের প্রোটিন প্রয়োজন। প্রোটিনের ঘাটতি আপনার শরীরকে দুর্বল করে দিতে পারে। শুধু তাই নয়, প্রোটিনের ঘাটতি অনেক মারাত্মক রোগের কারণ হতে পারে। এছাড়াও শরীরের প্রোটিনের ঘাটতি আপনাকে বয়সের অনেক আগেই বুড়ো করে দিতে পারে। আপনি যদি আরও ভাল শরীর রাখতে চান, তাহলে আপনার খাবারে প্রোটিনের ঘাটতি হতে দেওয়া উচিত নয় একেবারেই।