Piles:'পাইলস'-এর যন্ত্রণায় ছটফট করছেন? কমোড ভাসছে রক্তে? মাত্র ৩ দিনে অর্শ থেকে 'গ্যারান্টিড' মুক্তি, সহজ উপায় বাতলালেন বাবা রামদেব
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের ৭৫ শতাংশ জনগণ পাইলস-এ আক্রান্ত। পাইলস-এর প্রধান উপসর্গ হল মলত্যাগের সঙ্গে বা পরে কাঁচা রক্তপাত। সমস্যা বাড়লে মলত্যাগের সময়ে মারাত্মক যন্ত্রণাও হয়
সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতের ৭৫ শতাংশ জনগণ পাইলস-এ আক্রান্ত। পাইলস-এর প্রধান উপসর্গ হল মলত্যাগের সঙ্গে বা পরে কাঁচা রক্তপাত। সমস্যা বাড়লে মলত্যাগের সময়ে মারাত্মক যন্ত্রণাও হয়। গবেষণায় দেখা গিয়েছে, পাইলস-কে সায়েস্তা করার একমাত্র উপায় হল খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ করা। সঠিক খাবার পাইলস-এর সমস্যা আনেকটাই কমিয়ে দেয়।
advertisement
কমবেশি সবাই ঝাল-ঝোল, তেল গড়গড়ে, মশলাদার খাবার খেতে পছন্দ করি, এটা জেনেও যে এইসব খাবার আমাদের স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক! দিনের পর দিন এই জাতীয় খাবার খেলে যে-যে অসুখ বাসা বাঁধে শরীরে তাদের মধ্যে অন্যতম হল পাইলস বা অর্শ। আগে এই রোগ কম হত কিন্তু ইদানীং ঘরে ঘরে পাইলস-এর রোগী। বিশেষ করে তরুণ প্রজন্মর মধ্যে এই রোগের প্রকোপ বেশি।
advertisement
পাইলস একটি গুরুতর রোগ, যেখানে মলত্যাগের সময় জ্বালা, ব্যথা এবং রক্তপাত হয়। পাইলসের কারণে মলদ্বারের ভিতরে বা বাইরে ফুলে যায়, অনেক সময় উঠে বসাও কষ্টকর হয়ে পড়ে। কিন্তু এবার সলিউশন নিয়ে এলেন যোগগুরু বাবা রামদেব! তিনি তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে মাত্র ৩ দিনে পাইলস সারানোর সহজ উপায় জানিয়েছেন! কীভাবে মাত্র ৩ দিনে সারবে পাইলস?
advertisement
দুধ ও লেবু-- বাবা রামদেব দাবি করেছেন, এই আয়ুর্বেদিক প্রতিকার গ্রহণ করে লক্ষ লক্ষ মানুষ পাইলস থেকে মুক্তি পেয়েছেন। প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ অল্প গরম দুধে একটি লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। টানা ৭ দিন এটি করতে হবে। এতে মাত্র ৩ দিনের মধ্যেই পাইলসের সমস্যা থেকে স্বস্তি পাবেন এবং কয়েক দিনের মধ্যেই পাইলস সম্পূর্ণ সেরে যাবে। যদি সম্ভব হয়, গরুর দুধ ব্যবহার করাই ভাল। Representative Image Image Generated By AI
advertisement
advertisement
advertisement
advertisement
বাবা রামদেব বলেছেন, এই প্রতিকারগুলোর পাশাপাশি পাইলসকে মূল থেকে নির্মূল করতে হলে সুস্থ জীবনযাত্রা, পুষ্টিকর খাবার খাওয়া এবং নিয়মিত যোগা করাও জরুরি। পাইলসের ক্ষেত্রে ঝাল, জাঙ্ক ফুড ও ভাজাভুজি খাবার এড়িয়ে চলা উচিত। তার পরিবর্তে সবুজ শাকসবজি, আঁশযুক্ত খাবার যেমন দালিয়া, ওটস, ফল এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement