Palm Health Benefit: গ্যাসের ব্যথা বলবে বাইবাই, দাঁতের যন্ত্রণাও নিমেষে গায়েব, সুস্বাদু এই মরসুমি ফলে রয়েছে ক্যানসার দূর করার ক্ষমতাও
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
তাল অ্যান্টি-অক্সিডেন্ট গুণসমৃদ্ধ হওয়ায় ক্যানসার প্রতিরোধে সক্ষম। তাল-দুধ, তাল-মুড়ি, আঁটির ভেতরের সাদা শাঁস খুবই মুখরোচক খাবার। এসব খাবার খেলেও মুখের রুচি বাড়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ড. জয়ন্ত মাহাত জানান - তাল অ্যান্টি-অক্সিডেন্ট গুণসমৃদ্ধ হওয়ায় ক্যানসার প্রতিরোধে সক্ষম। তাল-দুধ, তাল-মুড়ি, আঁটির ভেতরের সাদা শাঁস খুবই মুখরোচক খাবার। এসব খাবার খেলেও মুখের রুচি বাড়ে। হজমও হয় ভাল। পাকা তালের রস কনফেকশনারীতে শুকনো খাবার প্রস্তুত করনের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)