গর্ভবতী মহিলাদের জন্য সুখবর...! এখন প্রসব 'যন্ত্রনা' ছাড়াই হবে 'নর্মাল ডেলিভারি', কী ভাবে? চমকে দেবে গবেষণা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Painless Delivery: আজকাল নর্মাল ডেলিভারিতে প্রসবের কথা অনেক মায়েরাই ভাবতে পারেন না। কারণ প্রসবের সময় মহিলাদের অসহ্য প্রসব যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। যা অনেকসময় গর্ভবতী মায়েদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রোপিভাকেইন ওষুধ নিয়ে প্রথমবারের মতো গবেষণা করা হয়েছে :
মেডিক্যাল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডাঃ সর্বেশ জৈন বলেন, নর্মাল ডেলিভারির জন্য যখন জরায়ুতে সংকোচন হয়, তখন ব্যথা অনুভূত হয়, যদি মেরুদণ্ডের স্তরে অসাড়কারী ওষুধ দিয়ে এই ব্যথা বন্ধ করা হয়, তাহলে রোগীর স্বাভাবিক প্রসব হতে পারে এবং কোনও ব্যথাও হয় না।
মেডিক্যাল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডাঃ সর্বেশ জৈন বলেন, নর্মাল ডেলিভারির জন্য যখন জরায়ুতে সংকোচন হয়, তখন ব্যথা অনুভূত হয়, যদি মেরুদণ্ডের স্তরে অসাড়কারী ওষুধ দিয়ে এই ব্যথা বন্ধ করা হয়, তাহলে রোগীর স্বাভাবিক প্রসব হতে পারে এবং কোনও ব্যথাও হয় না।
advertisement
চিকিৎসক জানান, এই পদ্ধতিটি কয়েক দশক ধরে চিকিৎসাবিজ্ঞানে গৃহীত হচ্ছিল, কিন্তু এখন তেলঙ্গানার একজন পিজি ছাত্রী ডাঃ বিনিশা বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে রোপিভাকেইন নামে একটি নতুন ওষুধ নিয়ে গবেষণা করেছেন। রোপিভাকেইন দিয়ে, আপনি ব্যথা ছাড়াই নিরাপদ প্রসব করতে পারেন এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
advertisement
advertisement