রবিবারের দুপুরে জমিয়ে খাওয়া-দাওয়ার পর কিম্বা রাতে বাইরে ডিনার সেরে ফেরার পথে মনে হয় একটা পান খেলে হয় না? একটু বেশি খাওয়া হয়ে গেলেও মনে হয় এক খিলি পান খাই। বিয়েবাড়ির চর্ব্য–চোষ্য পেটে যাওয়ার পর একটা পানের জন্য মন ছটফট করে অনেকেরই। যদিও একাংশের মতে পানের রসে নাকি হজমের সুরাহা হয় আর সে জন্যই পরিতৃপ্তির খাওয়ার পরেই শরীর পান চায়৷ কেউ কেউ আবার পান ভালোবাসেন জাস্ট তার সুগন্ধ ও নরম পাতার গুণে। কিন্তু যে কারণেই পান খাওয়ার অভ্যেস হোক না কেন, এই অভ্যেস কি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো? কতটা উপকারী পান ও তার সঙ্গী জর্দা, সুপারি ও দোক্তা? (Paan Betel nut Cancer Risk)
পান–সুপুরি–দোক্তা–জর্দা ইত্যাদির সুবাদে মুখের ভিতরের বিভিন্ন অংশে থাবা বসাতে পারে মারণ রোগ ক্যানসার৷ যদিও সময়ে ধরা পড়লে এই ক্যানসার সেরে যায়৷ কিন্তু সাম্প্রতিক গবেষণার সূত্রে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের বিজ্ঞানীরা (Paan Betel Nut Risk) জানিয়েছেন, এই নেশার ফলে ক্যানসার যে শুধুমাত্র মুখের ভিতরে সীমাবদ্ধ থাকে তা নয়, ছড়িয়ে পড়তে পারে অন্য অংশেও। (Paan Health Risk)
কাজেই মনের সুখে সুপুরি–দোক্তা–জর্দা খেলে রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা বাড়তে পারে৷ ওষুধ খাওয়া সত্ত্বেও রক্তচাপ বশে না থাকার মূলে এই নেশার হাত থাকে অনেক সময়৷ ডায়াবিটিসের প্রকোপ বাড়াতে এর ভূমিকা আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷ নিয়মিত খেলে রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়তে পারে৷ ওবেসিটি ও মেটাবলিক সিনড্রোমের (হৃদরোগ ও আরও বেশ কিছু অসুখের মূলে এর হাত থাকে) আশঙ্কা বাড়ে৷ সরাসরি ইসকিমিক হূদরোগও হতে পারে এই নেশার ফলে৷ (Paan Health Risk)