No Makeup Look: ‘নো-মেকআপ লুকই’ হন যে কোনও অনুষ্ঠানের শো-স্টপার, নিজেকে চটজলদি তৈরি করুন ৫ স্টেপে

Last Updated:
No Makeup Look: চড়া মেকআপ এখন অতীত। আজকাল নো-মেকআপ লুকই মাতিয়ে বেড়াচ্ছে ফ্যাশন দুনিয়া। কিন্তু এই নো-মেকআপ লুক আসলে কী? সেটাই অনেকেরই জানা নেই।
1/9
চড়া মেকআপ এখন অতীত। আজকাল নো-মেকআপ লুকই মাতিয়ে বেড়াচ্ছে ফ্যাশন দুনিয়া।
চড়া মেকআপ এখন অতীত। আজকাল নো-মেকআপ লুকই মাতিয়ে বেড়াচ্ছে ফ্যাশন দুনিয়া।
advertisement
2/9
কিন্তু এই নো-মেকআপ লুক আসলে কী? সেটাই অনেকেরই জানা নেই।
কিন্তু এই নো-মেকআপ লুক আসলে কী? সেটাই অনেকেরই জানা নেই।
advertisement
3/9
কলেজ হোক কী অফিস, বা পারিবারিক আথবা বন্ধুদের সঙ্গে গেট-টুগেদার, সবজায়গাতে অনায়াসে চলে যায় নো-মেকআপ লুক। নো-মেকআপ লুক হল সব প্রসাধনী ব‍্যবহার করা হবে কিন্তু যেন দেখলে লাগে ন্যাচরাল।
কলেজ হোক কী অফিস, বা পারিবারিক আথবা বন্ধুদের সঙ্গে গেট-টুগেদার, সবজায়গাতে অনায়াসে চলে যায় নো-মেকআপ লুক। নো-মেকআপ লুক হল সব প্রসাধনী ব‍্যবহার করা হবে কিন্তু যেন দেখলে লাগে ন্যাচরাল।
advertisement
4/9
বাড়িতে এই নো-মেকআপ লুক সহজেই তৈরি করুন ৫ স্টেপে। জেনে নিন বিশদে।
বাড়িতে এই নো-মেকআপ লুক সহজেই তৈরি করুন ৫ স্টেপে। জেনে নিন বিশদে।
advertisement
5/9
স্টেপ ১- ক্লেনজিং, টোনিং এবং ময়শ্চেরাইজিং রূপচর্চায় খুবই জরুরি। সানস্ক্রিন লাগাতে ভুলবেন না যেন। এটাই মেকআপের বেসটা তৈরি করে দেয়।
স্টেপ ১- ক্লেনজিং, টোনিং এবং ময়শ্চেরাইজিং রূপচর্চায় খুবই জরুরি। সানস্ক্রিন লাগাতে ভুলবেন না যেন। এটাই মেকআপের বেসটা তৈরি করে দেয়।
advertisement
6/9
স্টেপ ২-কনসিলার বেছে নিতে হবে গায়ের রং অনুসারে। তবে গোটা মুখে ব‍্যবহার করতে হবে না। দুই গালের উপরের অংশ, চোয়ালের দুই দিক, চোখের কোণে এবং ঠোঁটের পাশে লাগাতে হবে। এতে ত্বকে কোনও দাগ থাকলে ঢাকা পড়ে যায়। যতটা কম হয় ততটাই ভাল।
স্টেপ ২-কনসিলার বেছে নিতে হবে গায়ের রং অনুসারে। তবে গোটা মুখে ব‍্যবহার করতে হবে না। দুই গালের উপরের অংশ, চোয়ালের দুই দিক, চোখের কোণে এবং ঠোঁটের পাশে লাগাতে হবে। এতে ত্বকে কোনও দাগ থাকলে ঢাকা পড়ে যায়। যতটা কম হয় ততটাই ভাল।
advertisement
7/9
স্টেপ ৩-নো-মেকআপ লুকের ক্ষেত্রে খুব হালকা করে কাজল বা আই-লাইনার আর মাস্কারা লাগান।
স্টেপ ৩-নো-মেকআপ লুকের ক্ষেত্রে খুব হালকা করে কাজল বা আই-লাইনার আর মাস্কারা লাগান।
advertisement
8/9
advertisement
9/9
স্টেপ ৫- মেকআপ অনেক সময়ের জন‍্য স্থায়ী রাখতে শেষে মেকআপ ফিক্সার স্প্রে করুন।
স্টেপ ৫- মেকআপ অনেক সময়ের জন‍্য স্থায়ী রাখতে শেষে মেকআপ ফিক্সার স্প্রে করুন।
advertisement
advertisement
advertisement