Neem Leaves Benefits: ব্লাড সুগার কুপোকাত! শরীর থেকে টেনে হিঁচড়ে বার করবে ‘বিষাক্ত জিনিস’! দিনের ‘বিশেষ’ সময়ে ‘এভাবে’ খান নিমপাতা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Neem Leaves Benefits:নিমপাতা রোজ সকালে চিবিয়ে খেলে হজমের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। হজমক্ষমতা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি অ্যাসিডিটি এবং পেটব্যথা কমায়।
স্বাদে তেতো কিন্তু গুণে ভরপুর। মূলত বসন্তের এই সময় কচি পাতা আরও বেশি উপকারী। তাই গ্রাম বাংলায় বহুল ব্যবহার রয়েছে। শহরের দিকে সামান্য দামে কিনতে পাওয়া যায়।তবে জেনে নিন গুরুত্ব কতটা? তেতো এই উদ্ভিদের নাম নিম। নিমের ডাল থেকে পাতা, গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে স্বাস্থ্য উন্নতিতে। নিমগাছের প্রতিটি অংশ, অর্থাৎ এর পাতা, ডাল এমনকি ফুলও নানাভাবে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement