বর্ষায় ফ্রিজের খাবারে জমছে বরফ? সিক্রেট এই 'বোতাম' অনেকেই চালু করেন না! জানলে খারাপ হবে না ফ্রিজও
- Published by:Tias Banerjee
Last Updated:
Refrigerator Tips: বর্ষাকালে খাবার ভাল রাখতে হলে শুধু ফ্রিজে রাখা যথেষ্ট নয়, সঠিক তাপমাত্রায় সেট করা আরও জরুরি। ফ্রিজের ভিতর যত ঠান্ডা থাকবে, খাবার তত বেশি সময় ভাল থাকবে। কিন্তু বেশি ঠান্ডা করলেই আবার খাবারের উপর বরফ জমে যায়। কী উপায়? জানুন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আর যদি আবহাওয়া কিছুটা উষ্ণ থাকে, তাহলে ৪ নম্বরে রাখতে পারেন। ঠান্ডা বজায় রাখতে এই বিষয়গুলো খেয়াল রাখুন… বারবার ফ্রিজ খোলা এড়িয়ে চলুন। এতে ভিতরের ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়। যদি ফ্রিজের ভিতরে জলকণা জমে থাকে, বুঝবেন ঠান্ডা বেশি হয়ে যাচ্ছে। ফ্রিজের পেছনের কয়েলগুলি পরিষ্কার রাখুন। এতে কুলিং বজায় থাকবে।