আইসক্রিম খেতে ভালবাসেন না এমন মানুষ খুব কমই আছেন৷ ছোট হোক বা বড়, আইসক্রিম যেন সবারই প্রিয়৷
2/ 7
আইস্ক্রিম দুধ দিয়ে তৈরি হয়। দুধে থাকে বিভিন্ন পুষ্টিদ্রব্য যেমন ভিচামিন এ , ভিটামিন ডি, ক্যালশিয়াম ও প্রোটিন যা শরীরের জন্য অত্যন্ত ভাল।
3/ 7
খুব খিদে পেলে আশেপাশে খাবার না পাওয়া গেলে আইসক্রিম খাওয়া যেতেই পারে। এর দামও খুব বেশি হয় না৷ ১০-২০ টাকাতেও আইসক্রিম পাওয়া যায়৷
4/ 7
আইসক্রিমে সামান্য পটাশিয়াম থাকে যা রক্তচাপ স্বাভাবিক রাখতে পারে।
5/ 7
পাঁচ থেকে পাঁচশো সব দামেরই আইসক্রিম পাওয়া যায়৷ কিন্তু জানেন কি পৃথিবীর সব থেকে দামি আইসক্রিম কোনটি?
6/ 7
অডিটি সেন্ট্রাল নিউজ ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে ২৫ এপ্রিল একটি নতুন আইসক্রিম তৈরি হয়৷ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আইসক্রিম -এর রেকর্ড তৈরি করেছে সেটিই। জাপানের আইসক্রিম নির্মাতা সিলাতো বাইকুয়া এই আইসক্রিম তৈরি করেন। নতুন এই প্রোটিন সমৃদ্ধ আইসক্রিমটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম।
7/ 7
১৩০ এমএল আইসক্রিমের দাম ৬৭০০ ডলার৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য ৫ লক্ষ টাকা৷
Most Expensive Ice Cream: পৃথিবীর সবথেকে দামি আইসক্রিম কোনটি জানেন? দাম শুনলে আঁতকে উঠবেন
অডিটি সেন্ট্রাল নিউজ ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে ২৫ এপ্রিল একটি নতুন আইসক্রিম তৈরি হয়৷ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আইসক্রিম -এর রেকর্ড তৈরি করেছে সেটিই। জাপানের আইসক্রিম নির্মাতা সিলাতো বাইকুয়া এই আইসক্রিম তৈরি করেন। নতুন এই প্রোটিন সমৃদ্ধ আইসক্রিমটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম।