একটি কলা ৫৬৫ টাকা! ২০০ টাকার জল...! ইউরোপ, আমেরিকা নয়, বিশ্বের সবচেয়ে 'দামি' এয়ারপোর্ট কোথায় জানেন?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Airport News: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানবন্দর! এখানে একটি কলার দাম ৫৬৫ টাকা, বিয়ারের ক্যান ১,৭০০ টাকা! ২০২৫ সালের সর্বশেষ তালিকায় উঠে এসেছে এমনই চমকে দেওয়া তথ্য।
আধুনিক বিশ্বে বিমানবন্দর শুধু যাতায়াতের কেন্দ্র নয়, এক একটি বানিজ্যিক হাবও বটে। যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বিমানবন্দরে খরচের পরিমাণও। জল, কফি বা স্ন্যাকসের মতো সাধারণ জিনিসের দাম পর্যন্ত কখনও কখনও আকাশছোঁয়া হয়ে যায়। অনেকে মনে করেন, আমেরিকা বা ইউরোপের বিমানবন্দরগুলিই সবচেয়ে ব্যয়বহুল। তবে সত্যিটা জানলে চমকে উঠবেন। (Representative Image: AI)
advertisement
সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য—বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানবন্দরটির নাম আমেরিকা বা ইউরোপে নয়, বরং রয়েছে অন্য কোথাও। কলার দাম ৫৬৫ টাকা, আর কোথাও বিমানবন্দরের ফি পৌঁছে যাচ্ছে ৪০ হাজার টাকার গণ্ডি ছুঁয়ে—এই প্রতিবেদনে তুলে ধরা হল এমনই কিছু বিস্ময়কর তথ্য। (Representative Image: AI)
advertisement
বিমানবন্দরে দামি জিনিসপত্র কিনতে হয়, এটা আমরা অনেকেই জানি। কোথাও এক লিটার জলের দাম ২০০ টাকা, তো কোথাও এক কাপ কফি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এমন পরিস্থিতি প্রায় সব বিমানবন্দরেই দেখা যায়। কিন্তু যদি বলা হয়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানবন্দর কোথায়, তাহলে অনেকেরই উত্তর হবে আমেরিকা কিংবা ইউরোপ। তবে বাস্তবটা অন্যরকম—একটি বিমানবন্দর রয়েছে, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানবন্দরের খেতাব পেয়েছে। যার সামনে আমেরিকা বা ইউরোপের নামীদামি বিমানবন্দরও ফিকে লাগে। (Representative Image: AI)
advertisement
advertisement
এই বিমানবন্দরে খাবারদাবারের দাম আকাশছোঁয়া। এখানে একটি কলার দাম ৭ ডলার, অর্থাৎ প্রায় ৫৬৫ টাকা। একটি বিয়ারের ক্যানের দাম ২০ ডলার, প্রায় ১,৭০০ টাকা। ম্যাকডোনাল্ডস বা বার্গার কিং-এর মতো ফাস্টফুডের দাম ২৯ ডলার, অর্থাৎ প্রায় ২,৪৫০ টাকা! বিমানবন্দরটি অত্যন্ত সুন্দর হলেও, এখানে জিনিসপত্রের দাম জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের তুলনায় ২ থেকে ৪ গুণ বেশি। অনেক যাত্রী এই অতিরিক্ত দামের জন্য অভিযোগ জানান। (Representative Image: AI)
advertisement
advertisement
অন্যদিকে, যদি বিমানবন্দরের ফি-এর কথা বলা হয়, তাহলে শীর্ষে রয়েছে আমেরিকার ওয়াশিংটন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।এই বিমানবন্দরের গড় ভাড়া প্রায় ৪০,২২৩ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে ওরেঞ্জ কাউন্টির ওয়েন এয়ারপোর্ট, যেখানে গড় ভাড়া ৩৬,৪১৭ টাকা। তৃতীয় স্থানে রয়েছে সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে গড় ভাড়া ৩৬,১৫৫ টাকা। (Representative Image: AI)
advertisement
এই তালিকায় আরও যে বিমানবন্দরগুলি রয়েছে: - সল্ট লেক সিটি ইন্টারন্যাশনাল: গড় ভাড়া ৩৪,৯৫৫ টাকা - ডেট্রয়েট মেট্রো ওয়েন কাউন্টি: ৩৪,৩৭৪ টাকা - নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল: ৩৪,২৮৪ টাকা - শার্লট ডগলাস ইন্টারন্যাশনাল: ৩৩,৯৩৪ টাকা - জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল: ৩৩,৮৩৫ টাকা - হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল: ৩৩,৭২৮ টাকা (Representative Image: AI)