Most Effective Mosquito Repellent: এই একটা গাছ মশার চিরশত্রু, গন্ধেই মশার পিলে চমকায়, বাড়িতে রাখুন এই গাছ আর ভুলে যান মশারি, কয়েল, স্প্রে

Last Updated:
বর্ষা মানেই মশার উপদ্রব। মশা তাড়াতে সবাই-ই কমবেশি নানা কয়েল, স্প্রে ব্যবহার করেন। কিন্তু মাথায় রাখবেন, এ-সবই কেমিক্যাল প্রডাক্ট এবং এ-সবেরই একাধিক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া আছে! বরং মশা তাড়াতে ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে—কোনও রাসায়নিক নয়, একটা গাছেই সায়েস্তা মশা
1/11
বর্ষা মানেই মশার উপদ্রব। মশা তাড়াতে সবাই-ই কমবেশি নানা কয়েল, স্প্রে ব্যবহার করেন। কিন্তু মাথায় রাখবেন, এ-সবই কেমিক্যাল প্রডাক্ট এবং এ-সবেরই একাধিক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া আছে! বরং মশা তাড়াতে ভরসা রাখুন  প্রাকৃতিক উপায়ে—কোনও রাসায়নিক নয়, একটা গাছেই সায়েস্তা মশা। এই গাছটি মশার চিরশত্রু, বাড়িতে লাগালে একটা মশাও বাড়ির চৌহদ্দিতে ঢুকবে না।Image: News18
বর্ষা মানেই মশার উপদ্রব। মশা তাড়াতে সবাই-ই কমবেশি নানা কয়েল, স্প্রে ব্যবহার করেন। কিন্তু মাথায় রাখবেন, এ-সবই কেমিক্যাল প্রডাক্ট এবং এ-সবেরই একাধিক ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া আছে! বরং মশা তাড়াতে ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে—কোনও রাসায়নিক নয়, একটা গাছেই সায়েস্তা মশা। এই গাছটি মশার চিরশত্রু, বাড়িতে লাগালে একটা মশাও বাড়ির চৌহদ্দিতে ঢুকবে না।Image: News18
advertisement
2/11
মশার যম হল 'টাপোরি' গাছ! বাড়িতে একখানা এই গাছ রাখলেই নিশ্চিন্তি! মশা আর জ্বালাবে না। টাপোরি এমন একটি গাছ, যার বিশেষ ঘ্রাণ মশারা একেবারেই সহ্য করতে পারে না। এই কারণেই এই গাছটি ঘর থেকে মশা দূরে রাখতে অত্যন্ত উপকারী। এই গাছের ছোট ছোট পাতা ও আকর্ষণীয় ডালপালা বাড়ির সৌন্দর্যও বাড়ায়।Image: News18
মশার যম হল 'টাপোরি' গাছ! বাড়িতে একখানা এই গাছ রাখলেই নিশ্চিন্তি! মশা আর জ্বালাবে না। টাপোরি এমন একটি গাছ, যার বিশেষ ঘ্রাণ মশারা একেবারেই সহ্য করতে পারে না। এই কারণেই এই গাছটি ঘর থেকে মশা দূরে রাখতে অত্যন্ত উপকারী। এই গাছের ছোট ছোট পাতা ও আকর্ষণীয় ডালপালা বাড়ির সৌন্দর্যও বাড়ায়।Image: News18
advertisement
3/11
এই গাছটি যে-কোনও গাছের দোকান বা নার্সারিতে পাওয়া যায়। দাম ১০০ টাকা থেকে শুরু। ছোট টব, বড় টব, বেড-যে-কোনও জায়গায় এই গাছ হয় খুব সহজে। শীতকালে এই গাছে দিনে দু'বার জল দিতে হয়। বাকি সময় সাধারণ যত্নেই বেড়ে ওঠে এই গাছ।Image: News18
এই গাছটি যে-কোনও গাছের দোকান বা নার্সারিতে পাওয়া যায়। দাম ১০০ টাকা থেকে শুরু। ছোট টব, বড় টব, বেড-যে-কোনও জায়গায় এই গাছ হয় খুব সহজে। শীতকালে এই গাছে দিনে দু'বার জল দিতে হয়। বাকি সময় সাধারণ যত্নেই বেড়ে ওঠে এই গাছ।Image: News18
advertisement
4/11
টাপোরি গাছকে অনেকেই টেবিল কামিনি বলে। ঘরের ভেতর এবং বাইরে, যে-কোনও জায়গায় লাগানো যায়। এর ফুলে মধু থাকে, যার কারণে এটি পাখিদেরও আকর্ষণ করে। Image: News18
টাপোরি গাছকে অনেকেই টেবিল কামিনি বলে। ঘরের ভেতর এবং বাইরে, যে-কোনও জায়গায় লাগানো যায়। এর ফুলে মধু থাকে, যার কারণে এটি পাখিদেরও আকর্ষণ করে।Image: News18
advertisement
5/11
মশা তুলসীর গন্ধও সহ্য করতে পারে না। বাড়ির দরজা-জানলায় কিছু তুলসী পাতা ছড়িয়ে রাখলেও দেখবেন মশা বাড়িতে ঢুকছে না।Image: News18
মশা তুলসীর গন্ধও সহ্য করতে পারে না। বাড়ির দরজা-জানলায় কিছু তুলসী পাতা ছড়িয়ে রাখলেও দেখবেন মশা বাড়িতে ঢুকছে না।Image: News18
advertisement
6/11
রসুনের ঝাঁঝালো গন্ধ মশার যম। কয়েক কোয়া রসুন থেঁতো করে জলে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এরপর ঘরের কোণায় কোণায়, খাট-টেবিল-চেয়ারের তলায় স্প্রে করুন। মশা বাড়ির ধারেকাছে ঘেঁষবে না।Image: News18
রসুনের ঝাঁঝালো গন্ধ মশার যম। কয়েক কোয়া রসুন থেঁতো করে জলে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এরপর ঘরের কোণায় কোণায়, খাট-টেবিল-চেয়ারের তলায় স্প্রে করুন। মশা বাড়ির ধারেকাছে ঘেঁষবে না।Image: News18
advertisement
7/11
শুধু মশা নয়, যে-কোনও পোকা-মাকর-ই নীম তেলের গন্ধে পালায়। আপনি নীম তেল গায়ে মেখেও থাকতে পারেন, বা নীম তেল কোন-ও প্রদীপ বা ইনফিউসারে জ্বালাতে পারেন।Image: News18
শুধু মশা নয়, যে-কোনও পোকা-মাকর-ই নীম তেলের গন্ধে পালায়। আপনি নীম তেল গায়ে মেখেও থাকতে পারেন, বা নীম তেল কোন-ও প্রদীপ বা ইনফিউসারে জ্বালাতে পারেন।Image: News18
advertisement
8/11
লেবুর তীব্র গন্ধ মশারদের না-পসন্দ। সঙ্গে লবঙ্গ মিশলে তো কথাই নেই। এক টুকরো লেবুতে কয়েকটা লবঙ্গ গুঁজে বাড়ির কোণায়-কোণায় রেখে দিন।Image: News18
লেবুর তীব্র গন্ধ মশারদের না-পসন্দ। সঙ্গে লবঙ্গ মিশলে তো কথাই নেই। এক টুকরো লেবুতে কয়েকটা লবঙ্গ গুঁজে বাড়ির কোণায়-কোণায় রেখে দিন।Image: News18
advertisement
9/11
প্রচুর মশা তাড়ানোর স্প্রে’র মূল উপাদান লেমন ইউক্যালিপটাস তেল। আমেরিকার সিডিসি এটিকে মশার তাড়ানোর উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই এসেনশিয়ালন অয়েল লাগালে অনেকক্ষণ মশা দূরে থাকবে।Image: News18
প্রচুর মশা তাড়ানোর স্প্রে’র মূল উপাদান লেমন ইউক্যালিপটাস তেল। আমেরিকার সিডিসি এটিকে মশার তাড়ানোর উপায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই এসেনশিয়ালন অয়েল লাগালে অনেকক্ষণ মশা দূরে থাকবে।Image: News18
advertisement
10/11
অনেকেই মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান। মশার কামড় থেকে বাঁচতে এই এসেনশিয়াল অয়েল আপনি গায়েও মাখতে পারেন। তবে সরাসরি পিপারমেন্ট অয়েলে গায়ে লাগালে র‌্যাশ বেরোতে পারে। তাই নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান।Image: News18
অনেকেই মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান। মশার কামড় থেকে বাঁচতে এই এসেনশিয়াল অয়েল আপনি গায়েও মাখতে পারেন। তবে সরাসরি পিপারমেন্ট অয়েলে গায়ে লাগালে র‌্যাশ বেরোতে পারে। তাই নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান।Image: News18
advertisement
11/11
কয়েক টুকরো কর্পূর গুঁড়ো করে যে-কোন-ও তেলের সঙ্গে মিশিয়ে প্রদীপ জ্বালান। কর্পূরের গন্ধে ঘর-বাড়িতে সুগন্ধ ছড়িয়ে পড়বে, পাশাপাশি মশাও আসবে না।Image: News18
কয়েক টুকরো কর্পূর গুঁড়ো করে যে-কোন-ও তেলের সঙ্গে মিশিয়ে প্রদীপ জ্বালান। কর্পূরের গন্ধে ঘর-বাড়িতে সুগন্ধ ছড়িয়ে পড়বে, পাশাপাশি মশাও আসবে না।Image: News18
advertisement
advertisement
advertisement