Mosquito Ant Spider Control Home Remedies: বর্ষায় মশা-পিঁপড়ে-উইপোকার জ্বালায় অতিষ্ঠ! রইল ৪টি ঘরোয়া দেশি টোটকা, হাতেনাতে পাবেন রেজাল্ট...

Last Updated:
Mosquito Ant Spider Control Home Remedies: বর্ষায় মশা, পিঁপড়ে আর উইপোকার জ্বালায় অতিষ্ঠ? রাসায়নিক ছাড়াই এই ৪টি দেশি ঘরোয়া টোটকায় মিলবে তাত্ক্ষণিক উপশম। নিম তেল, কর্পূর-রসুন, লেবু-বেকিং সোডা আর তুলসি-পুদিনা ব্যবহারে ঘর থাকবে পোকামাকড়মুক্ত ও সুরক্ষিত, বিস্তারিত জানুন...
1/9
বর্ষার জলের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ হয়ে ওঠে মনোরম। কিন্তু এই সুন্দর আবহাওয়ার মাঝেই গোপনে শুরু হয় এক বিরাট সমস্যা—ঘরে ঘরে বাড়তে থাকে মশা, পিঁপড়ে, মাছি এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উৎপাত।
বর্ষার জলের ফোঁটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ হয়ে ওঠে মনোরম। কিন্তু এই সুন্দর আবহাওয়ার মাঝেই গোপনে শুরু হয় এক বিরাট সমস্যা—ঘরে ঘরে বাড়তে থাকে মশা, পিঁপড়ে, মাছি এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উৎপাত।
advertisement
2/9
বর্ষায় বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে মাকড়সা, উইপোকা, মশা, পিঁপড়ে ও আরও নানা রকম কীটপতঙ্গ ঘরের কোণে কোণে বাসা বাঁধে। অনেক সময় এদের কামড়ে ছড়িয়ে পড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া বা টাইফয়েডের মতো মারাত্মক রোগ।
বর্ষায় বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে মাকড়সা, উইপোকা, মশা, পিঁপড়ে ও আরও নানা রকম কীটপতঙ্গ ঘরের কোণে কোণে বাসা বাঁধে। অনেক সময় এদের কামড়ে ছড়িয়ে পড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া বা টাইফয়েডের মতো মারাত্মক রোগ।
advertisement
3/9
বাজারে সহজলভ্য নানা কেমিক্যালযুক্ত কীটনাশক ব্যবহার করে অনেকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। তবে এগুলির অতিরিক্ত ব্যবহার অনেক সময় আমাদের নিজের শরীরের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়।
বাজারে সহজলভ্য নানা কেমিক্যালযুক্ত কীটনাশক ব্যবহার করে অনেকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। তবে এগুলির অতিরিক্ত ব্যবহার অনেক সময় আমাদের নিজের শরীরের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়।
advertisement
4/9
এই কারণে বর্ষায় বাড়ি থেকে কীটপতঙ্গ দূরে রাখতে কিছু ঘরোয়া এবং প্রাকৃতিক দেশি টোটকা অনেক বেশি নিরাপদ ও কার্যকরী হতে পারে। এতে যেমন খরচ কম, তেমনই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ও থাকে না।
এই কারণে বর্ষায় বাড়ি থেকে কীটপতঙ্গ দূরে রাখতে কিছু ঘরোয়া এবং প্রাকৃতিক দেশি টোটকা অনেক বেশি নিরাপদ ও কার্যকরী হতে পারে। এতে যেমন খরচ কম, তেমনই পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ও থাকে না।
advertisement
5/9
নিম তেল: এক কাপ জল এবং ১০ ফোঁটা নিম তেল একসঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ঘরের কোণে স্প্রে করুন। এতে মশা ও পিঁপড়ের উপদ্রব অনেকটা কমে যাবে।
নিম তেল: এক কাপ জল এবং ১০ ফোঁটা নিম তেল একসঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ঘরের কোণে স্প্রে করুন। এতে মশা ও পিঁপড়ের উপদ্রব অনেকটা কমে যাবে।
advertisement
6/9
লেবু ও বেকিং সোডা: লেবুর রসের সঙ্গে অল্প বেকিং সোডা মিশিয়ে রান্নাঘরের কোণে লাগিয়ে রাখলে পিঁপড়ে এবং অন্যান্য কীটপতঙ্গ দূরে থাকবে।
লেবু ও বেকিং সোডা: লেবুর রসের সঙ্গে অল্প বেকিং সোডা মিশিয়ে রান্নাঘরের কোণে লাগিয়ে রাখলে পিঁপড়ে এবং অন্যান্য কীটপতঙ্গ দূরে থাকবে।
advertisement
7/9
তুলসি ও পুদিনা: তুলসী ও পুদিনা গাছ ঘরের জানালা ও বারান্দায় রাখলে তার ঘ্রাণে মশা ও মাছি আসে না। চাইলে এর পাতা গুঁড়ো করে জলে ফুটিয়ে স্প্রে করেও ব্যবহার করতে পারেন।
তুলসি ও পুদিনা: তুলসী ও পুদিনা গাছ ঘরের জানালা ও বারান্দায় রাখলে তার ঘ্রাণে মশা ও মাছি আসে না। চাইলে এর পাতা গুঁড়ো করে জলে ফুটিয়ে স্প্রে করেও ব্যবহার করতে পারেন।
advertisement
8/9
কর্পূর ও রসুন: একটি পাত্রে কর্পূর ও কয়েক কোয়া রসুন রেখে তা ঘরের কোণে দিন। এতে উইপোকা এবং গন্ধযুক্ত পোকামাকড় দূরে থাকবে।
কর্পূর ও রসুন: একটি পাত্রে কর্পূর ও কয়েক কোয়া রসুন রেখে তা ঘরের কোণে দিন। এতে উইপোকা এবং গন্ধযুক্ত পোকামাকড় দূরে থাকবে।
advertisement
9/9
যদিও এগুলি প্রাকৃতিক উপাদান, তবুও নিম তেল বা লেমনগ্রাস তেল সরাসরি ত্বকে লাগাবেন না। স্প্রে করার পরে কিছু সময়ের জন্য দরজা-জানালা বন্ধ রাখলে ভালো ফল মিলবে।
যদিও এগুলি প্রাকৃতিক উপাদান, তবুও নিম তেল বা লেমনগ্রাস তেল সরাসরি ত্বকে লাগাবেন না। স্প্রে করার পরে কিছু সময়ের জন্য দরজা-জানালা বন্ধ রাখলে ভালো ফল মিলবে।
advertisement
advertisement
advertisement