Monsoon Hair Care Tips: হাত দিলেই মুঠো মুঠো চুল উঠছে? বর্ষাকালে চুল পড়া একদম কমে যাবে এই সাত ভেষজে! জানুন পদ্ধতি!

Last Updated:
Monsoon Hair Care Tips: বর্ষাকালে চুলে হাত দিলেই উঠে আসে মুঠো মুঠো চুল? কিন্তু জানেন কী বর্ষায় চুল পড়া আটকানো সম্ভব! তার জন্য জানতে হবে এই সাতটি ভেষজের সঠিক ব্যবহার!
1/8
বর্ষাকালে চুলে হাত দিলেই উঠে আসে মুঠো মুঠো চুল। কিন্তু জানেন কী বর্ষায় চুল পড়া আটকানো সম্ভব! তার জন্য জানতে হবে এই সাতটি ভেষজের সঠিক ব্যবহার! photo source collected
বর্ষাকালে চুলে হাত দিলেই উঠে আসে মুঠো মুঠো চুল। কিন্তু জানেন কী বর্ষায় চুল পড়া আটকানো সম্ভব! তার জন্য জানতে হবে এই সাতটি ভেষজের সঠিক ব্যবহার! photo source collected
advertisement
2/8
প্রথমেই চুল পড়া আটকাতে নাম আসবে ল্যাভেন্ডারের! ল্যাভেন্ডারের তেল বা লাভেন্ডারের রস মাথায় চুলের গোড়ায় খুব ভাল করে মালিশ করতে হবে। সপ্তাহে তিন দিন করলেই একেবারে গায়েব হয়ে যাবে চুল পড়ার সমস্যা! এই তেল চুল বৃদ্ধি করতে সাহায্য করে! photo source collected
প্রথমেই চুল পড়া আটকাতে নাম আসবে ল্যাভেন্ডারের! ল্যাভেন্ডারের তেল বা লাভেন্ডারের রস মাথায় চুলের গোড়ায় খুব ভাল করে মালিশ করতে হবে। সপ্তাহে তিন দিন করলেই একেবারে গায়েব হয়ে যাবে চুল পড়ার সমস্যা! এই তেল চুল বৃদ্ধি করতে সাহায্য করে! photo source collected
advertisement
3/8
পিপারমিন্ট তেল আমন্ড ওয়েলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে তিনবার চুলে ভাল করে মালিশ করে ঘণ্টা খানেক রেখে শ্যাম্পু করে নিন! কমবে চুল পড়া! চুল বাড়বে হুহু করে! photo source collected
পিপারমিন্ট তেল আমন্ড ওয়েলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে তিনবার চুলে ভাল করে মালিশ করে ঘণ্টা খানেক রেখে শ্যাম্পু করে নিন! কমবে চুল পড়া! চুল বাড়বে হুহু করে! photo source collected
advertisement
4/8
ভৃঙ্গরাজ বা কেশুতি পাতা। এটি রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় সহজেই দেখতে পাওয়া যায়। কেশুতি পাতা ভাল করে বেটে রস সমেত মাথায় মালিশ করুন। ঘণ্টা খানেক রেখে শ্যাম্পু করবেন। ম্যাজিক ঘটবে চুলে! ভৃঠ্গরাজ পাউডার কিনতে পাওয়া যায়! তা দিয়ে পেস্ট বানিয়েও চুলে ব্যবহার করতে পারেন। photo source collected
ভৃঙ্গরাজ বা কেশুতি পাতা। এটি রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় সহজেই দেখতে পাওয়া যায়। কেশুতি পাতা ভাল করে বেটে রস সমেত মাথায় মালিশ করুন। ঘণ্টা খানেক রেখে শ্যাম্পু করবেন। ম্যাজিক ঘটবে চুলে! ভৃঠ্গরাজ পাউডার কিনতে পাওয়া যায়! তা দিয়ে পেস্ট বানিয়েও চুলে ব্যবহার করতে পারেন। photo source collected
advertisement
5/8
অ্যালোভের জেল চুলের জন্য দারুণ ভাল। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকে অ্যালোভেরা নিয়ে ভাল করে চুলের গোড়ায় মালিশ করুন। এতে স্ক্যাল্পের ডেড সেল সরে গিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে। চুল পড়া কমবে! বাড়বে চুল। অ্যালোভেরা জেল কিনেও মাথায় ব্যবহার করতে পারেন। দেখতে হবে সেই প্রোডাক্ট যেন ভাল কোম্পানির হয়! photo source collected
অ্যালোভের জেল চুলের জন্য দারুণ ভাল। বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে সেখান থেকে অ্যালোভেরা নিয়ে ভাল করে চুলের গোড়ায় মালিশ করুন। এতে স্ক্যাল্পের ডেড সেল সরে গিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে। চুল পড়া কমবে! বাড়বে চুল। অ্যালোভেরা জেল কিনেও মাথায় ব্যবহার করতে পারেন। দেখতে হবে সেই প্রোডাক্ট যেন ভাল কোম্পানির হয়! photo source collected
advertisement
6/8
মেথির দানা জলে ভিজিয়ে রাখুন রাতে। সকালে ওই ভেজা মেথির দানা পেস্ট করে চুলের গোড়ায় মালিশ করুন। আর মেথিভেজা জল দিয়ে শ্যাম্পু করার পর ভাল করে চুল ধুয়ে নিন। নিজেই বুঝবেন তফাত! photo source collected
মেথির দানা জলে ভিজিয়ে রাখুন রাতে। সকালে ওই ভেজা মেথির দানা পেস্ট করে চুলের গোড়ায় মালিশ করুন। আর মেথিভেজা জল দিয়ে শ্যাম্পু করার পর ভাল করে চুল ধুয়ে নিন। নিজেই বুঝবেন তফাত! photo source collected
advertisement
7/8
ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা জবা ফুল। এই ফুল ভাল করে বেটে পেস্ট বানিয়ে চুলের গোড়ায় মালিশ করে, ভাল করে শ্যাম্পু করে নিন। চুল বাড়বে তরতরিয়ে। একেবারে কমে যাবে চুল ঝরা! photo source collected
ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা জবা ফুল। এই ফুল ভাল করে বেটে পেস্ট বানিয়ে চুলের গোড়ায় মালিশ করে, ভাল করে শ্যাম্পু করে নিন। চুল বাড়বে তরতরিয়ে। একেবারে কমে যাবে চুল ঝরা! photo source collected
advertisement
8/8
রোজমেরি তেল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ভাল করে চুলের গোড়ায় মালিশ করুন। সপ্তাহে চার দিন চুলে দিন এই তেল! ভাল করে শ্যাম্পু করে নিন! ঝট করে কমবে চুলের সব সমস্যা! photo source collected
রোজমেরি তেল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ভাল করে চুলের গোড়ায় মালিশ করুন। সপ্তাহে চার দিন চুলে দিন এই তেল! ভাল করে শ্যাম্পু করে নিন! ঝট করে কমবে চুলের সব সমস্যা! photo source collected
advertisement
advertisement
advertisement