বয়সের সঙ্গে সঙ্গে কি কমে যাচ্ছে মেয়েদের সেক্সের চাহিদা!

Last Updated:
1/6
 ▪ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেক্সের প্রতি আশক্তি কমতে থাকে মেয়েদের৷ সমবয়সের পুরুষের থেকে এই বিষয়ে বেশ পিছিয়ে থাকেন তারা৷ একটা বয়সের পর শারীরিক মিলনে আগ্রহ হারান মহিলারা৷ কেন এমন হয়? বেশ কিছু কারণ রয়েছে এর পিছনে...
▪ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেক্সের প্রতি আশক্তি কমতে থাকে মেয়েদের৷ সমবয়সের পুরুষের থেকে এই বিষয়ে বেশ পিছিয়ে থাকেন তারা৷ একটা বয়সের পর শারীরিক মিলনে আগ্রহ হারান মহিলারা৷ কেন এমন হয়? বেশ কিছু কারণ রয়েছে এর পিছনে...
advertisement
2/6
 ▪ নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটি প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে যে একটি বয়সের পর বিশেষ করে ঋতুস্রাব বন্ধের পর অন্তরঙ্গ সম্পর্ক, শরীরিক ও মানসিক স্থিতির পরিবর্তন ঘটে মহিলাদের৷
▪ নর্থ আমেরিকান মেনোপজ সোসাইটি প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে যে একটি বয়সের পর বিশেষ করে ঋতুস্রাব বন্ধের পর অন্তরঙ্গ সম্পর্ক, শরীরিক ও মানসিক স্থিতির পরিবর্তন ঘটে মহিলাদের৷
advertisement
3/6
▪ মেয়েদের ঋতুস্রাব বন্ধের পর যৌনতায় আশক্তি কমে৷ এক্ষেত্রে পুরুষসঙ্গীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷ সেই সময় মহিলার শারীরিক সুখের মেলে শুধুমাত্র পুরুষের গতিবিধিতে৷
▪ মেয়েদের ঋতুস্রাব বন্ধের পর যৌনতায় আশক্তি কমে৷ এক্ষেত্রে পুরুষসঙ্গীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷ সেই সময় মহিলার শারীরিক সুখের মেলে শুধুমাত্র পুরুষের গতিবিধিতে৷
advertisement
4/6
▪ মেনোপজের পর অনেক মহিলাই শারীরিক সুখে বঞ্চিত হন নিজের শারীরিক কারণে৷ এই সময় যৌনাঙ্গের শুষ্কতা বাড়ে, যৌন মিলনের সময় প্রচন্ড ব্যাথাও হয়৷ এর জন্য এই বয়সে এসে সেক্স থেকে মুখ ফিরিয়ে নেন মহিলারা৷ অবশ্য নিয়মিত থেরাপি বা চিকিৎসার মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া যায়৷
▪ মেনোপজের পর অনেক মহিলাই শারীরিক সুখে বঞ্চিত হন নিজের শারীরিক কারণে৷ এই সময় যৌনাঙ্গের শুষ্কতা বাড়ে, যৌন মিলনের সময় প্রচন্ড ব্যাথাও হয়৷ এর জন্য এই বয়সে এসে সেক্স থেকে মুখ ফিরিয়ে নেন মহিলারা৷ অবশ্য নিয়মিত থেরাপি বা চিকিৎসার মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া যায়৷
advertisement
5/6
▪ প্রায় সাড়ে ৪ হাজার মহিলার ওপর এই সমীক্ষা করা হয়৷ সমীক্ষা শুরু যখন হয়, তখন সব মহিলাই যৌনজীবেন সক্রিয় ছিলেন৷ অনেকদিন ব্যাপি চলেছে সেই সমীক্ষা৷ এবং সেখানে দেখা গিয়েছে যে মহিলারা ধীরে ধীরে যৌনতায় আগ্রহ হারিয়েছেন৷ তাতে বোঝা গিয়েছে যে বয়সের সঙ্গে শারীরিক পরিবর্তন ঘটে মহিলাদের৷ বন্ধ হয় ঋতুস্রাব এবং তাতেই যৌনতায় অনিচ্ছা জাগে মহিলাদের৷
▪ প্রায় সাড়ে ৪ হাজার মহিলার ওপর এই সমীক্ষা করা হয়৷ সমীক্ষা শুরু যখন হয়, তখন সব মহিলাই যৌনজীবেন সক্রিয় ছিলেন৷ অনেকদিন ব্যাপি চলেছে সেই সমীক্ষা৷ এবং সেখানে দেখা গিয়েছে যে মহিলারা ধীরে ধীরে যৌনতায় আগ্রহ হারিয়েছেন৷ তাতে বোঝা গিয়েছে যে বয়সের সঙ্গে শারীরিক পরিবর্তন ঘটে মহিলাদের৷ বন্ধ হয় ঋতুস্রাব এবং তাতেই যৌনতায় অনিচ্ছা জাগে মহিলাদের৷
advertisement
6/6
▪ তবে শুধু ঋতুস্রাবের পর নয়, বয়সের বাড়লে শারীরিক ক্ষমতাও কমে৷ এতেও কমে যৌনতার চাহিদা৷
▪ তবে শুধু ঋতুস্রাবের পর নয়, বয়সের বাড়লে শারীরিক ক্ষমতাও কমে৷ এতেও কমে যৌনতার চাহিদা৷
advertisement
advertisement
advertisement