Mayapur Tourism: মাত্র ৪০০ টাকায় মিলবে রুম, সপ্তাহান্তে মায়াপুর যাওয়ার প্ল্যান করলে এর চেয়ে সস্তা আর পাবেন না!

Last Updated:
Mayapur Tourism: সরকার পরিচালিত এই হোস্টেলটি শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন আর নিরাপদই নয়, দামে একেবারে সাধ্যের মধ্যে। ইতিমধ্যেই অনেকেই দূর-দূরান্ত থেকে এসে মায়াপুর ভ্রমণের জন্য এই হোস্টেলটিকে বেছে নিচ্ছেন।
1/6
মায়াপুরে ঘুরতে যাচ্ছেন? একলা অথবা পরিবার নিয়ে। থাকার জন্য বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছেন? তাহলে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন – মায়াপুর ইয়ুথ হোস্টেল!(ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
মায়াপুরে ঘুরতে যাচ্ছেন? একলা অথবা পরিবার নিয়ে। থাকার জন্য বাজেট ফ্রেন্ডলি অপশন খুঁজছেন? তাহলে চোখ বন্ধ করে বেছে নিতে পারেন – মায়াপুর ইয়ুথ হোস্টেল! (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
সরকার পরিচালিত এই হোস্টেলটি শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন আর নিরাপদই নয়, দামে একেবারে সাধ্যের মধ্যে। ইতিমধ্যেই অনেকেই দূর-দূরান্ত থেকে এসে মায়াপুর ভ্রমণের জন্য এই হোস্টেলটিকে বেছে নিচ্ছেন।
সরকার পরিচালিত এই হোস্টেলটি শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন আর নিরাপদই নয়, দামে একেবারে সাধ্যের মধ্যে। ইতিমধ্যেই অনেকেই দূর-দূরান্ত থেকে এসে মায়াপুর ভ্রমণের জন্য এই হোস্টেলটিকে বেছে নিচ্ছেন।
advertisement
3/6
লোকেশন: মায়াপুর গৌরনগর, শিবের ডোবা – চন্দ্রোদয় মন্দির থেকে খুব কাছেই। স্থানীয় যেকোনো ব্যাটারি চালিত ই রিক্সা চালককে বললেই আপনাকে নিয়ে যাবে মায়াপুর ইউথ হোস্টেলে।
লোকেশন: মায়াপুর গৌরনগর, শিবের ডোবা – চন্দ্রোদয় মন্দির থেকে খুব কাছেই। স্থানীয় যেকোনো ব্যাটারি চালিত ই রিক্সা চালককে বললেই আপনাকে নিয়ে যাবে মায়াপুর ইউথ হোস্টেলে।
advertisement
4/6
ভাড়া: Dormitory প্রতি বেড ২০০/ দিন, Non AC ডাবল বেডরুম - ৪৫০/ দিন, Non-AC ট্রিপল বেড রুম – মাত্র ৬০০/ দিন, AC ও VIP রুমের ব্যবস্থাও রয়েছে
ভাড়া: Dormitory প্রতি বেড ২০০/ দিন, Non AC ডাবল বেডরুম - ৪৫০/ দিন, Non-AC ট্রিপল বেড রুম – মাত্র ৬০০/ দিন, AC ও VIP রুমের ব্যবস্থাও রয়েছে
advertisement
5/6
বুকিং: অনলাইনে করা যায় Youth Hostel Booking সাইটে। অফলাইন বুকিং করতে চাইলে মৌলালি যুবকেন্দ্র থেকে করতে পারবেন। চেক-ইন: সকাল ১০:৩০ | চেক-আউট: সকাল ৯:৩০
বুকিং: অনলাইনে করা যায় Youth Hostel Booking সাইটে। অফলাইন বুকিং করতে চাইলে মৌলালি যুবকেন্দ্র থেকে করতে পারবেন। চেক-ইন: সকাল ১০:৩০ | চেক-আউট: সকাল ৯:৩০
advertisement
6/6
সুবিধা কি কি রয়েছে: গরমকালে AC রুম, শান্তিপূর্ণ পরিবেশ, পরিবার/বন্ধুদের সঙ্গে থাকার জন্য উপযুক্ত, সরকারি রক্ষণাবেক্ষণে পরিষ্কার ও সুরক্ষিত।বাজেট ট্রাভেলারের জন্য একদম পারফেক্ট অপশন!আপনি যদি মায়াপুর ঘুরতে যান এবং ভালোভাবে থাকতে চান কম খরচে – তাহলে এটা আপনার জন্য। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
সুবিধা কি কি রয়েছে: গরমকালে AC রুম, শান্তিপূর্ণ পরিবেশ, পরিবার/বন্ধুদের সঙ্গে থাকার জন্য উপযুক্ত, সরকারি রক্ষণাবেক্ষণে পরিষ্কার ও সুরক্ষিত।বাজেট ট্রাভেলারের জন্য একদম পারফেক্ট অপশন!আপনি যদি মায়াপুর ঘুরতে যান এবং ভালোভাবে থাকতে চান কম খরচে – তাহলে এটা আপনার জন্য। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement