Mauni Amavasya 2025 Rituals: আজ রাতে মৌনী অমাবস্যা কখন শুরু? মঙ্গলের অমানিশায় বিশেষ স্থানে জ্বেলে দিন প্রদীপ! ভাগ্যদোষ কেটে উপচে পড়বে টাকার স্রোত

Last Updated:
Mauni Amavasya 2025 Rituals: মৌনী অমাবস্যায় কিছু পালনীয় আচার আছে। মনে করা হয় সেগুলি পালন করলে ভাগ্যছক থেকে কেটে যায় সব দোষ। বাধা বিপত্তি কেটে জীবনে আসে সৌভাগ্য ও ধনসম্পদের বন্যা।
1/8
মাঘমাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। সনাতনী মতে বিশ্বাসীদের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ এই তিথি।
মাঘমাসের অমাবস্যাকে বলা হয় মৌনী অমাবস্যা। সনাতনী মতে বিশ্বাসীদের কাছে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ এই তিথি।
advertisement
2/8
মঙ্গলবার এ বছরের মৌনী অমাবস্যা বা মাঘী অমাবস্যা শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধ্যায়। দৃকসিদ্ধান্ত পঞ্জিকা মতে মৌনী অমাবস্যা শুরু হচ্ছে ৭.৩৮ মিনিটে। অন্য পঞ্জিকা অনুযায়ী এই শুভ তিথি শুরু হচ্ছে সন্ধ্যা ৭.৩১ মিনিটে।
মঙ্গলবার এ বছরের মৌনী অমাবস্যা বা মাঘী অমাবস্যা শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধ্যায়। দৃকসিদ্ধান্ত পঞ্জিকা মতে মৌনী অমাবস্যা শুরু হচ্ছে ৭.৩৮ মিনিটে। অন্য পঞ্জিকা অনুযায়ী এই শুভ তিথি শুরু হচ্ছে সন্ধ্যা ৭.৩১ মিনিটে।
advertisement
3/8
মৌনী অমাবস্যায় কিছু পালনীয় আচার আছে। মনে করা হয় সেগুলি পালন করলে ভাগ্যছক থেকে কেটে যায় সব দোষ। বাধা বিপত্তি কেটে জীবনে আসে সৌভাগ্য ও ধনসম্পদের বন্যা। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
মৌনী অমাবস্যায় কিছু পালনীয় আচার আছে। মনে করা হয় সেগুলি পালন করলে ভাগ্যছক থেকে কেটে যায় সব দোষ। বাধা বিপত্তি কেটে জীবনে আসে সৌভাগ্য ও ধনসম্পদের বন্যা। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
advertisement
4/8
মৌনী অমাবস্যায় গঙ্গাস্নান করা খুবই পুণ্য ও পবিত্র বলে মনে করা হয়। মাঘী অমাবস্যার এই তিথিতে গঙ্গায় বা অন্য কোনও পুণ্যনদীতে স্নান করতে না পারলেও স্নানের জলে মিশিয়ে নিন কালো তিল।
মৌনী অমাবস্যায় গঙ্গাস্নান করা খুবই পুণ্য ও পবিত্র বলে মনে করা হয়। মাঘী অমাবস্যার এই তিথিতে গঙ্গায় বা অন্য কোনও পুণ্যনদীতে স্নান করতে না পারলেও স্নানের জলে মিশিয়ে নিন কালো তিল।
advertisement
5/8
সূর্যোদয়ের তিথি অনুসারে মৌনী অমাবস্যা পালিত হবে বুধবার, ২৯ জানুয়ারি। তবে অমাবস্যার নিয়ম যেহেতু রাতে বা নিশিতে পালন করা হয়, তাই সেগুলি উদযাপন করুন মঙ্গলবার রাতেই।
সূর্যোদয়ের তিথি অনুসারে মৌনী অমাবস্যা পালিত হবে বুধবার, ২৯ জানুয়ারি। তবে অমাবস্যার নিয়ম যেহেতু রাতে বা নিশিতে পালন করা হয়, তাই সেগুলি উদযাপন করুন মঙ্গলবার রাতেই।
advertisement
6/8
মৌনী অমাবস্যার নিশিপালনে একটি প্রদীপ প্রজ্বলন করুন অশ্বত্থগাছের নীচে। এতে কেটে যাবে পিতৃদোষ।
মৌনী অমাবস্যার নিশিপালনে একটি প্রদীপ প্রজ্বলন করুন অশ্বত্থগাছের নীচে। এতে কেটে যাবে পিতৃদোষ।
advertisement
7/8
একটি ছোট পাত্রে কাঁচা দুধ নিন। তাতে ৭ টা লবঙ্গদানা মেশান। তার পর ওই পাত্র রাখুন অশ্বত্থগাছের নীচে।
একটি ছোট পাত্রে কাঁচা দুধ নিন। তাতে ৭ টা লবঙ্গদানা মেশান। তার পর ওই পাত্র রাখুন অশ্বত্থগাছের নীচে।
advertisement
8/8
মৌনী অমাবস্যার শুভ তিথিতে দান করুন কালো তিল এবং গুড়। এতেও অর্জিত হবে পুণ্যফল।
মৌনী অমাবস্যার শুভ তিথিতে দান করুন কালো তিল এবং গুড়। এতেও অর্জিত হবে পুণ্যফল।
advertisement
advertisement
advertisement