Skin Care Tips: কমবে মুখের ত্বকের বয়স! কাচের মতো ঝলমল করবে, গরমে আম ব্যবহারের পদ্ধতি জানুন এখনই
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Piya Gupta
Last Updated:
Skin Care Tips: বয়সের ছাপ ত্বকের ওপর কেউই পড়তে দিতে চায় না। এ ক্ষেত্রে পাকা আম বা কাঁচা আম দুটোই ভীষণ উপকারী। বাড়িতে পাকা আম থাকলে আপনি এই ফেসপ্যাকটি সহজেই তৈরি করে নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
*চোখের নিচের কালি এবং ফোলা ভাব সহজেই দূর হবে। মুখে ফেসপ্যাক মাখার আগে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে পুরো মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। মুখের কোথাও যেন ধুলো-বালি, তেল-ময়লা কিংবা মেকআপ লেগে না থাকে। তারপর ব্রাশ দিয়ে পুরো মুখে আমের খোসা দিয়ে বানানো প্যাক মেখে ফেলুন। ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। তোয়ালে দিয়ে মুখ মুছে নিয়ে ত্বকের ধরন বুঝে ভাল কোনও ময়েশ্চারাইজার মেখে নিন। সংগৃহীত ছবি।
