Makha Kamranga Health Benefit: সস্তার ফল বলে একেবারেই নাক শিটকান, ভিটামিন সি-র সিন্দুক, সর্দি কাশি দরজার খিল পেরিয়ে শরীরে ঢুকতে পারবে না
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Makha Kamranga Health Benefit: কামরাঙাকে একদম পাত্তা দেন না! মনে করেন একেবারে সস্তার এই ফল, কিন্তু কারোর কাছে জেনে নিন ঠিক কী করে ডায়াবেটিস, কোলেস্টোরল সব কন্ট্রোল করবেন..
advertisement
advertisement
advertisement
advertisement
তবে বাজারে বিক্রি হওয়া কামরাঙা মাখা বিক্রির বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ডঃ অসীম আইচ জানান, "বাজারে বিক্রি হওয়া কাঁচা ফল কিংবা পাকা বাড়িতে কিনে এনে খাওয়াই যায়। তবে রাস্তার পাশে যে সমস্ত দোকান গুলিতে মাখা ফল বিক্রি করা হয়। অথবা ফল কেটে বিক্রি করা হয়। সেই দোকানগুলি থেকে ফল খাওয়া একেবারেই নিরাপদ নয়। পোকা, মাছি, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আদর্শ স্থান হয় সেগুলি। তাইতো ফল যদি মাখা ভাবেই খেতে হয়। তবে বাড়িতে এনে পরিষ্কার জল দিয়ে ধুয়ে, তারপর মেখে খাবেন।" Photo- Representative
advertisement
শহরের বিভিন্ন মাখা ফলের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষেরা। তাঁরা অবশ্যই সর্তক ভাবে মাখা ফল খাবেন। নাহলে নিজের জীবনে বিপদ দেখে আনতে পারেন তাঁরা। উপকারিতার কথা মাথায় রেখে কাঁটা কিংবা মাখা ফল খেতে গিয়ে ডেকে আনতে পারেন একাধিক অপকারিতা। তাইতো মানুষের উচিত বাড়িতে ফল এনে পরিষ্কার ভাবে ধুয়ে কেটে বাড়িতেই মাখা তৈরি করে খাওয়া। আর যদিও বা রাস্তায় খেতে হয় তবে পরিষ্কার পরিচ্ছন্ন দোকান দেখেই খাবেন। Photo- Representative Input- Sarthak Pandit