Sandwich Recipes: সকালে হাতে বেশি সময় থাকে না? চটজলদির কয়েক মিনিটে জলখাবারে বানিয়ে নিন 'এই' স্যান্ডউইচ

Last Updated:
Sandwich Recipes: ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে? বাইরে যেতে হবে? ব্রেকফাস্টে কি খাবেন? চটজলদি বানিয়ে নিন  চিজ কর্ন স্যান্ডউইচ। যেমন টেস্টি, তেমন হেলদি।
1/5
ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে? বাইরে যেতে হবে? ব্রেকফাস্টে কি খাবেন? চটজলদি বানিয়ে নিন  চিজ কর্ন স্যান্ডউইচ। যেমন টেস্টি, তেমন হেলদি।
ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে? বাইরে যেতে হবে? ব্রেকফাস্টে কি খাবেন? চটজলদি বানিয়ে নিন  চিজ কর্ন স্যান্ডউইচ। যেমন টেস্টি, তেমন হেলদি।
advertisement
2/5
এই রেসিপি বানাতে পাউরুটির পাশাপাশি প্রয়োজন পড়বে সিদ্ধ করা ভুট্টা ও কুচি করা পেঁয়াজ। ঝাল খেতে চাইলে দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি। তাছাড়াও প্রয়োজন পড়বে চিজের। বাটার ও পনির ব্যবহার করতে পারেন। সঙ্গে লাগবে কুচি করে রাখা ক্যাপসিকাম।
এই রেসিপি বানাতে পাউরুটির পাশাপাশি প্রয়োজন পড়বে সিদ্ধ করা ভুট্টা ও কুচি করা পেঁয়াজ। ঝাল খেতে চাইলে দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি। তাছাড়াও প্রয়োজন পড়বে চিজের। বাটার ও পনির ব্যবহার করতে পারেন। সঙ্গে লাগবে কুচি করে রাখা ক্যাপসিকাম।
advertisement
3/5
এরপর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে স্টাফিং দিয়ে ওপরে থেকে আরও একটি পাউরুটি দিয়ে দিতে হবে। তারপর দিতে হবে স্যান্ডউইচ মেকারে। আপনি বাজার অথবা ই-কমার্স ওয়েবসাইটে হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যেই স্যান্ডউইচ মেকার পেয়ে যাবেন।
এরপর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে স্টাফিং দিয়ে ওপরে থেকে আরও একটি পাউরুটি দিয়ে দিতে হবে। তারপর দিতে হবে স্যান্ডউইচ মেকারে। আপনি বাজার অথবা ই-কমার্স ওয়েবসাইটে হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যেই স্যান্ডউইচ মেকার পেয়ে যাবেন।
advertisement
4/5
স্যান্ডউইচের ২ পিঠ ভাল করে গ্রিল হয়ে গেলে, তা মেকার থেকে বের করে নিতে হবে। এরপর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স এবং চাট মসলা ছড়িয়ে দিতে পারেন।
স্যান্ডউইচের ২ পিঠ ভাল করে গ্রিল হয়ে গেলে, তা মেকার থেকে বের করে নিতে হবে। এরপর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স এবং চাট মসলা ছড়িয়ে দিতে পারেন।
advertisement
5/5
তারপর গরম গরম পরিবেশন করে দিন টম্যাটো কেচ-আপের সঙ্গে।
তারপর গরম গরম পরিবেশন করে দিন টম্যাটো কেচ-আপের সঙ্গে।
advertisement
advertisement
advertisement