Healthy Lifestyle: প্রেমে সোহাগি চুম্বনের সময় আমাদের চোখ বন্ধ হয়ে যায় কেন? উত্তর জানেন না অতি বড় প্রেমিক-প্রেমিকাও!

Last Updated:
Healthy Lifestyle: পৃথিবীর যেখানে যে কোনও সময়েই চুমু খাওয়া হোক না কেন, জুটির দু’জনেরই চোখ বন্ধ হয়ে আসবে পরম তৃপ্তি ও আনন্দে
1/9
ভালবাসার অন্যতম বহিঃপ্রকাশ চুম্বন বা চুমু। প্রেম, স্নেহ, সম্মান-সহ একাধিক আবেগের প্রতীক হতে পারে চুম্বন। তবে প্রেমের চুম্বনের একটা বৈশিষ্ট্য সবসময়ই এক। তা হল, চুম্বনের সময় দু’জনের চোখ বন্ধ হয়ে যায়।
ভালবাসার অন্যতম বহিঃপ্রকাশ চুম্বন বা চুমু। প্রেম, স্নেহ, সম্মান-সহ একাধিক আবেগের প্রতীক হতে পারে চুম্বন। তবে প্রেমের চুম্বনের একটা বৈশিষ্ট্য সবসময়ই এক। তা হল, চুম্বনের সময় দু’জনের চোখ বন্ধ হয়ে যায়।
advertisement
2/9
স্থান-কাল-পাত্র-পাত্রী আকাশপাতাল পাল্টে গেলেও চুম্বনের ক্ষেত্রে একটা সাদৃশ্য রয়েই যাবে ৷ পৃথিবীর যেখানে যে কোনও সময়েই চুমু খাওয়া হোক না কেন, জুটির দু’জনেরই চোখ বন্ধ হয়ে আসবে পরম তৃপ্তি ও আনন্দে ৷ বলছেন বিশেষজ্ঞ সারাংশ জৈন।
স্থান-কাল-পাত্র-পাত্রী আকাশপাতাল পাল্টে গেলেও চুম্বনের ক্ষেত্রে একটা সাদৃশ্য রয়েই যাবে ৷ পৃথিবীর যেখানে যে কোনও সময়েই চুমু খাওয়া হোক না কেন, জুটির দু’জনেরই চোখ বন্ধ হয়ে আসবে পরম তৃপ্তি ও আনন্দে ৷ বলছেন বিশেষজ্ঞ সারাংশ জৈন।
advertisement
3/9
মনোবিজ্ঞানীরা বলেন মানুষের এই আচরণ জড়িয়ে আছে তৃপ্তির সঙ্গেই ৷ ভাল খেলে, ভাল গান শুনলে আমরা যেমন আবেশে চোখ বন্ধ করে ফেলি, চুমুর সময়েও ঠিক তাই৷
মনোবিজ্ঞানীরা বলেন মানুষের এই আচরণ জড়িয়ে আছে তৃপ্তির সঙ্গেই ৷ ভাল খেলে, ভাল গান শুনলে আমরা যেমন আবেশে চোখ বন্ধ করে ফেলি, চুমুর সময়েও ঠিক তাই৷
advertisement
4/9
সেইসঙ্গে থাকে মনসংযোগের বিষয়ও৷ আমরা পারিপার্শ্বিক ভুলে চিন্তনের ভরকেন্দ্রে রাখতে চাই সঙ্গী ও চুম্বনকেই ৷ তাই চোখ বন্ধ রেখে মনকে সরিয়ে নিই চারপাশ থেকে ৷
সেইসঙ্গে থাকে মনসংযোগের বিষয়ও৷ আমরা পারিপার্শ্বিক ভুলে চিন্তনের ভরকেন্দ্রে রাখতে চাই সঙ্গী ও চুম্বনকেই ৷ তাই চোখ বন্ধ রেখে মনকে সরিয়ে নিই চারপাশ থেকে ৷
advertisement
5/9
প্রেমের অঙ্গ চুম্বন ৷ ভালবাসা বা প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে কিছুটা লজ্জা ও কুণ্ঠাও ৷ তাই সেই লজ্জাবোধ থেকেও আমাদের চোখ বুজে আসে ৷
প্রেমের অঙ্গ চুম্বন ৷ ভালবাসা বা প্রেমের সঙ্গে জড়িয়ে থাকে কিছুটা লজ্জা ও কুণ্ঠাও ৷ তাই সেই লজ্জাবোধ থেকেও আমাদের চোখ বুজে আসে ৷
advertisement
6/9
প্রেমের সঙ্গে জুড়ে থাকে গোপনীয়তাও৷ আমাদের ধারণা, আমরা কাউকে দেখতে পাচ্ছি না মানে আমাদেরও কেউ দেখতে পাচ্ছে না৷ সেই বোধ থেকেও চুমু খাওয়ার সময় দু’চোখ বন্ধ করে রাখি৷
প্রেমের সঙ্গে জুড়ে থাকে গোপনীয়তাও৷ আমাদের ধারণা, আমরা কাউকে দেখতে পাচ্ছি না মানে আমাদেরও কেউ দেখতে পাচ্ছে না৷ সেই বোধ থেকেও চুমু খাওয়ার সময় দু’চোখ বন্ধ করে রাখি৷
advertisement
7/9
প্রেমের আত্মসমর্পণের অঙ্গ হল চুম্বন ৷ বিশ্বাস ও আস্থা অর্জন করেই সেই আত্মসমর্পণের বোধ আসে ৷ যাঁকে অগাধ বিশ্বাস, তার উপর হয়তো চোখ বন্ধ রেখেও ভরসা করা যায়৷
প্রেমের আত্মসমর্পণের অঙ্গ হল চুম্বন ৷ বিশ্বাস ও আস্থা অর্জন করেই সেই আত্মসমর্পণের বোধ আসে ৷ যাঁকে অগাধ বিশ্বাস, তার উপর হয়তো চোখ বন্ধ রেখেও ভরসা করা যায়৷
advertisement
8/9
চোখ খোলা রাখলেও নিজেদের চুম্বন মুহূর্ত নিজেদের কাছে দেখার জন্য বিশেষ উপভোগ্য নয় ৷ সেই বার্তাও হয়তো মানুষের মস্তিষ্কের মজ্জাগত ৷ ফলে চুমুর সময় আপনা থেকেই চোখের পাতা নেমে আসে নীচে ৷
চোখ খোলা রাখলেও নিজেদের চুম্বন মুহূর্ত নিজেদের কাছে দেখার জন্য বিশেষ উপভোগ্য নয় ৷ সেই বার্তাও হয়তো মানুষের মস্তিষ্কের মজ্জাগত ৷ ফলে চুমুর সময় আপনা থেকেই চোখের পাতা নেমে আসে নীচে ৷
advertisement
9/9
বিশেষ অনুভূতির মুহূর্ত সবথেকে ভাল উপভোগ করা যায় চোখ বন্ধ রেখেই ৷ তাই চুম্বন সবথেকে বেশি উপভোগ্য হয়ে ওঠে নিমীলিত নয়নেই৷
বিশেষ অনুভূতির মুহূর্ত সবথেকে ভাল উপভোগ করা যায় চোখ বন্ধ রেখেই ৷ তাই চুম্বন সবথেকে বেশি উপভোগ্য হয়ে ওঠে নিমীলিত নয়নেই৷
advertisement
advertisement
advertisement