Like Cancer Wave: পরিস্থিতি ভয়ঙ্কর! ভারতে ক্যান্সারের মত মারাত্মক রোগ উল্কার গতিতে আছড়ে পড়বে! সমীক্ষায় ভয়ানক দাবি

Last Updated:
Like Cancer Wave: করোনার ভয়াবহতার মাঝেই আরও এক অতিমারির আশঙ্কা ক্যান্সারের মত মারণ রোগের সুনামি তছনছ করবে!
1/9
ক্যান্সারের মত রোগ ভারতে ঝড়ের গতিতে বাড়তে চলেছে অন্তত এমনটাই দাবি করছে সমীক্ষা ৷ সরকারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কপালেও চিন্তার ভাঁজ ৷ সুনামির মত আছড়ে পড়বে ভারতে ৷ প্রতীকী ছবি ৷
ক্যান্সারের মত রোগ ভারতে ঝড়ের গতিতে বাড়তে চলেছে অন্তত এমনটাই দাবি করছে সমীক্ষা ৷ সরকারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কপালেও চিন্তার ভাঁজ ৷ সুনামির মত আছড়ে পড়বে ভারতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
আমেরিকান অনকলোজিস্ট জেম আব্রাহাম এমনই দাবি করেছেন ক্যান্সারের মত গুরুত্র রোগ আছড়ে পড়বে ৷ এর কারণ হিসাবে ব্যাখ্যা করেছেন খারাপ লাফস্টাইল, জনঘনত্ব ইত্যাদি ৷ প্রতীকী ছবি ৷
আমেরিকান অনকলোজিস্ট জেম আব্রাহাম এমনই দাবি করেছেন ক্যান্সারের মত গুরুত্র রোগ আছড়ে পড়বে ৷ এর কারণ হিসাবে ব্যাখ্যা করেছেন খারাপ লাফস্টাইল, জনঘনত্ব ইত্যাদি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
বিশ্বায়ন, অর্থনীতি প্রভূত কারণেই এমন হতে চলেছে বলে আব্রাহাম দাবি করেছেন ৷ অনেক গুরুতর রোগ ভারতে বাড়তে শুরু করেছে এখনই লাগাম পরানোর সঠিক সময় ৷ প্রতীকী ছবি ৷
বিশ্বায়ন, অর্থনীতি প্রভূত কারণেই এমন হতে চলেছে বলে আব্রাহাম দাবি করেছেন ৷ অনেক গুরুতর রোগ ভারতে বাড়তে শুরু করেছে এখনই লাগাম পরানোর সঠিক সময় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
একে রুখতে স্বাস্থ্য ব্যবস্থা বা পরিকাঠামোর মানোনন্নয়ন করা উচিৎ ৷ আমেরিকার ওরিও-র ক্লীবল্যান্ড ক্লিনিকে ডিপার্টমেন্ট হেমটোলজি অনকলজির ডিরেক্টর জেম আব্রাহাম জানিয়েছেন ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ৬টি জরুরি ট্রেন্ডের বিষয়ে বলা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
একে রুখতে স্বাস্থ্য ব্যবস্থা বা পরিকাঠামোর মানোনন্নয়ন করা উচিৎ ৷ আমেরিকার ওরিও-র ক্লীবল্যান্ড ক্লিনিকে ডিপার্টমেন্ট হেমটোলজি অনকলজির ডিরেক্টর জেম আব্রাহাম জানিয়েছেন ক্যান্সারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ৬টি জরুরি ট্রেন্ডের বিষয়ে বলা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
প্রথম তিনটি নিদানে আছে ক্যান্সার রোখার জন্য প্রতিষেধক, কৃত্রিম ইন্টেলিজেন্স ৷ ডেটা ডিলেসর প্রযুক্তিকে উৎসাহিত করা ৷ এতে লিপিড বায়প্সিও এর অন্তর্গত ৷ প্রতীকী ছবি ৷
প্রথম তিনটি নিদানে আছে ক্যান্সার রোখার জন্য প্রতিষেধক, কৃত্রিম ইন্টেলিজেন্স ৷ ডেটা ডিলেসর প্রযুক্তিকে উৎসাহিত করা ৷ এতে লিপিড বায়প্সিও এর অন্তর্গত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
ক্যান্সারের মত রোগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই এখন চ্যালেঞ্জ ৷ অন্য তিন বড় ট্রেন্ডের মধ্যে প্রোফাইলিং, জিন এডিটিং প্রযুক্তির বিকাশ, ইমিউনো থেরাপি ৷ কার টি সেল থেরাপি নেক্সট জেনারেশন এর অন্তর্ভুক্ত রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ক্যান্সারের মত রোগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই এখন চ্যালেঞ্জ ৷ অন্য তিন বড় ট্রেন্ডের মধ্যে প্রোফাইলিং, জিন এডিটিং প্রযুক্তির বিকাশ, ইমিউনো থেরাপি ৷ কার টি সেল থেরাপি নেক্সট জেনারেশন এর অন্তর্ভুক্ত রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
ডঃ আব্রাহাম জানিয়েছেন ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রযুক্তি পর্যন্ত সাধারণ মানুষকে নিয়ে যেতে হবে ৷ যাতে এই সস্তা হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
ডঃ আব্রাহাম জানিয়েছেন ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রযুক্তি পর্যন্ত সাধারণ মানুষকে নিয়ে যেতে হবে ৷ যাতে এই সস্তা হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
গ্লোবাল ক্যান্সার অবজেক্টরি (Globocan) অনুযায়ী ২০৪০-এর মধ্যে সারা দেশে ক্যান্সার নিয়ে হাহাকার পড়বে, ২০৪০-এ মোট ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা ২০২০-এর থেকে ৪৭ শতাংশ বেশি হবে ৷ প্রতীকী ছবি ৷
গ্লোবাল ক্যান্সার অবজেক্টরি (Globocan) অনুযায়ী ২০৪০-এর মধ্যে সারা দেশে ক্যান্সার নিয়ে হাহাকার পড়বে, ২০৪০-এ মোট ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা ২০২০-এর থেকে ৪৭ শতাংশ বেশি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
২০২০ সালে ১ কোটি ৮০ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৷ সারা পৃথিবীতে ১ কোটি মানুষ ক্যান্সারের ভয়ঙ্কর জালে আটকে পড়তে পারেন ৷ প্রতীকী ছবি ৷
২০২০ সালে ১ কোটি ৮০ মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ৷ সারা পৃথিবীতে ১ কোটি মানুষ ক্যান্সারের ভয়ঙ্কর জালে আটকে পড়তে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement