Mobile Number Last Digit 6: আপনার মোবাইল নম্বর ৬ দিয়ে শেষ? এর মানে জানেন? শেষে ৬ থাকলে ভাগ্য কেমন হয়? ফোন নম্বরের ‘গোপন রহস্য’ জেনে নিন
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Mobile Number Last Digit 6: মোবাইল নম্বরের লাস্ট ডিজিট বা শেষ সংখ্যার উপর নির্ভর করবে ভাগ্য। মোবাইল নিউমেরোলজি অনুযায়ী, জেনে নেওয়া যাক শেষ সংখ্যা ৬ হলে কী হয়
সংখ্যাতত্ত্ব কাজ করে সংখ্যা নিয়ে, ঠিক তেমনই মোবাইল সংখ্যাতত্ত্বে একজন ব্যক্তির মোবাইল নম্বর বিশ্লেষণ করে তাঁর ভবিষ্যৎ বলা হয়। মোবাইল নম্বরের শেষ চারটি সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এর সাহায্যে ব্যবসা বা কেরিয়ার কেমন হবে তা বলা হয়। সেই অনুসারে যে কেউ মোবাইল নম্বর পরিবর্তন করে ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মূলাঙ্কের সঙ্গেও এর গভীর যোগ থাকে। জেনে নেওয়া যাক মেবাইল নম্বর ৬ দিয়ে শেষ হলে কী হতে পারে!
advertisement
মোবাইলে শেষ নম্বর ৬ হওয়ার অর্থ: সংখ্যাতত্ত্বে ৬ নম্বরের শাসক গ্রহ হলেন শুক্র। শুক্র হলেন অসুরদের গুরু। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে বস্তুগত আরাম, সৌন্দর্য, গ্ল্যামার ইত্যাদির প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়। যদি কোনও ব্যক্তির মোবাইলের শেষ সংখ্যাটি ৬ হয়, তাহলে যে-ই তাঁকে ফোন করবে সে খুব মিষ্টি করে কথা বলবে। এটা সম্ভব যে মোবাইল নম্বরের শেষে ৬ থাকলে ব্যক্তির কাছে যে ফোনই আসুক না কেন, কল যাঁরা করেন, তাঁদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি হতে পারে।
advertisement
advertisement
advertisement
যাঁরা শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত ব্যবসা করেন, বিশেষ করে সৌন্দর্য সম্পর্কিত কাজ, যেমন মেকআপ স্টুডিও, বিউটি পার্লার, প্রসাধনী ইত্যাদি, তাঁরা তাঁদের মোবাইল নম্বরের শেষ সংখ্যা ৬ রাখতে পারেন। তাঁরা মহিলা গ্রাহকদের কাছ থেকে প্রচুর কল পাবেন। দর কষাকষি চলবে, তবে যদি তাঁদের সঠিক মূল্যে পরিষেবা প্রদান করা হয়, তবে লাভবান হওয়া কেউ ঠেকাতে পারবে না।
advertisement
advertisement
advertisement








