শরীরের প্রতিটি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। কিন্তু শরীরে এমন কিছু অঙ্গ আছে যা আমরা পরিষ্কার রাখতে ভুলে যাই প্রায়ই। তাই এই ধরনের শারীরিক অংশ সহজেই নোংরা হয়ে যায়। জানেন কি আপনার শরীরে সবচেয়ে নোংরা অংশগুলি কী?
2/ 7
শরীরের ভারসাম্য রাখতে এবং অন্যান্য অঙ্গের স্বাস্থ্যও নির্ভর করে নাভির উপর। কিন্তু এই অংশ অপিরচ্ছন্ন হয়ে পড়লে সমস্যা বাড়তে পারে। কিন্তু কেন নাভি থেকে এত দুর্গন্ধ বেরোয়।
3/ 7
প্রথমত পরিচ্ছন্নতার কথা উঠে আসবেই। আমাদের শরীরে ঘাম হয় এবং শরীরের প্রোটিন অ্যাসিডে পরিণত হয়ে ত্বক থেকে নির্গত হয়। এছাড়া শরীরের মরা কোষ নাভিতে গিয়ে জমা হয় যার জন্য দুর্গন্ধ বেরোয়। তাই স্নানের সময়ে নাভিকে বিশেষ ভাবে পরিষ্কার রাখুন।
4/ 7
নাভির নীচে কোনও সিস্ট হলেও দুর্গন্ধ বেরোতে পারে। বিশেষ করে এই সিস্টে যদি ইনফেকশন হয় তাহলে সেখান থেকে তরল বেরোয় যা থেকে দুর্গন্ধ বেরোয়।
5/ 7
ইউরিনারি ট্র্যাক ইনফেকশনেরও ইঙ্গিত দেয় নাভির দুর্গন্ধ। আর এই রোগের ওষুধই হল অনেক জল খাওয়া এবং নিজেকে পরিষ্কার রাখা।
6/ 7
ফাংগাল বা ইস্ট ইনফেকশন হলে নাভি থেকে দুর্গন্ধ বেরোতে পারে। পরিষ্কার করার পরেও যদিও নাভির দুর্গন্ধ না যায় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।
7/ 7
অনেকেই নাভিতে পিয়ার্সিং করেন। এর থেকে ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে। নানা রকমের ব্যাকটেরিয়া বাসা বাঁধার সম্ভাবনা থাকে। ফলে নাভি থেকে গন্ধ বেরোয়।