Suvendu Adhikari on CPIM: 'সিপিএমকে ভোট দেবেন না!' জেলার কোন কোন কেন্দ্রে জয় নিশ্চিত? বারাসতে বড় দাবি শুভেন্দুর

Last Updated:

শুভেন্দু দাবি করেন, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বামেদের ভোট কাটার জন্যই দমদম, বারাসত, ব্যারাকপুরের মতো কেন্দ্রগুলিতে বিজেপি-কে হারতে হয়েছে৷

সিপিএমকে ভোট না দেওয়ার আবেদন শুভেন্দুর৷
সিপিএমকে ভোট না দেওয়ার আবেদন শুভেন্দুর৷
গত বিধানসভা নির্বাচনের আগে বামেদের কাছেও বিজেপি-কে সমর্থনের আর্জি শোনা গিয়েছিল তাঁর মুখে৷ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে অবশ্য তৃণমূলের মতোই সিপিএমকেও ভোট না দেওয়ার আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এ দিন বারাসতে বিজেপি-র জনসভায় যোগ দিয়ে শুভেন্দু দাবি করেন, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বামেদের ভোট কাটার জন্যই দমদম, বারাসত, ব্যারাকপুরের মতো কেন্দ্রগুলিতে বিজেপি-কে হারতে হয়েছে৷
একই সঙ্গে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা দাবি করেছেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে বারাসত সহ উত্তর চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে বিজেপি-র জয় নিশ্চিত৷ শুভেন্দু অধিকারী বলেন, এসআইআর-এর পর বারাসতে ৩০ হাজার ভোটে জিতব৷ মধ্যমগ্রাম, অশোকনগরেও জিতব৷ বিধাননগর, রাজারহাটে জিতবই৷ দেগঙ্গাতেও আমরা ঝাঁপাব৷ ফাঁকা মাঠ ছাড়ব না৷’
এর পাশাপাশি সিপিএম-কে ভোট না দেওয়ার আর্জি জানিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘সিপিএমকে ভোট দেবেন না৷ ব্যারাকপুর, বারাসাত, দমদম একটুর জন্য আমাদের প্রার্থী হেরেছে, এই বাম প্রার্থীরা ভোট কাটার জন্য৷’
advertisement
advertisement
এ দিনের সভাতেও শুভেন্দু অধিকারী ফের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন৷ শুভেন্দু বলেন, বাংলার তুলনায় বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে অনেক বেশি পরিমাণে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হয়৷ আমরা ক্ষমতায় এলে সবধরনের ভাতা বাড়াবো৷ এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, বিজেপিকে ক্ষমতায় আনলে সপ্তম পে কমিশন হবে৷ রাজ্য সরকারি কর্মীরাও কেন্দ্রীয় হারে মাইনে পাবেন৷
advertisement
বিরোধী দলনেতা বলেন, ‘এই রাজ্যে কোনো চাকরি নেই৷ ২০১৭ সালে শেষবার এসএসসি হয়েছে৷ এই মুখ্যমন্ত্রী ভাতাশ্রী মুখ্যমন্ত্রী৷ সামাজিক সুরক্ষা যেমন দরকার, চাকরিও দরকার৷ রাজ্যে এই মুহূর্তে ৬ লক্ষের বেশি সরকারি চাকরি ফাঁকা রয়েছে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari on CPIM: 'সিপিএমকে ভোট দেবেন না!' জেলার কোন কোন কেন্দ্রে জয় নিশ্চিত? বারাসতে বড় দাবি শুভেন্দুর
Next Article
advertisement
Mamata Banerjee Suvendu Adhikari: মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে ধাপ্পা, দাবি শুভেন্দুর
গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মমতার, খরচ ১৭০০ কোটি! ভোটের আগে 'ধাপ্পা', দাবি শুভেন্দুর
  • মুড়িগঙ্গার উপরে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর৷

  • ১৭০০ কোটি টাকা খরচে রাজ্য সরকার তৈরি করবে সেতু, জানালেন মমতা৷

  • ভোটের আগে আরও একটা 'ধাপ্পা', কটাক্ষ শুভেন্দুর৷

VIEW MORE
advertisement
advertisement