Weekend Trip: কাপল ফ্রেন্ডলি রিসর্ট, সামনে উন্মুক্ত গঙ্গা, গরমের ছোট্ট ছুটির সেরা গন্তব্য এটাই, রইল ঠিকানা

Last Updated:
Weekend Trip: হাতে একদম সময় নেই। কিন্তু ঘুরতে যেতে মন চাইছে। তাহলে ঘুরে আসতে পারেন কলকাতার কাছে বুড়ুলের নদীতীরে। এই জায়গার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে।
1/6
*হাতে একদম সময় নেই। কিন্তু ঘুরতে যেতে মন চাইছে। তাহলে ঘুরে আসতে পারেন কলকাতার কাছে বুড়ুলের নদীতীরে। এই জায়গার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে।
*হাতে একদম সময় নেই। কিন্তু ঘুরতে যেতে মন চাইছে। তাহলে ঘুরে আসতে পারেন কলকাতার কাছে বুড়ুলের নদীতীরে। এই জায়গার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে।
advertisement
2/6
*এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। একসময় এই জায়গায় অনেক স্বাধীনতা সংগ্রামীর পা পড়েছিল। এই জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি হবে আপনার।
*এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। একসময় এই জায়গায় অনেক স্বাধীনতা সংগ্রামীর পা পড়েছিল। এই জায়গায় আসলে একটা অন্যরকম অনুভূতি হবে আপনার।
advertisement
3/6
*বুড়ুল থেকে লঞ্চ ধরে ওপারে গড়চুমুকে পৌঁছে যেতে পারবেন আপনি। সেই জায়গাটিও খুব সুন্দর জায়গা। তবে বুড়ুলে সূর্যাস্ত দেখার মজাই আলাদা।
*বুড়ুল থেকে লঞ্চ ধরে ওপারে গড়চুমুকে পৌঁছে যেতে পারবেন আপনি। সেই জায়গাটিও খুব সুন্দর জায়গা। তবে বুড়ুলে সূর্যাস্ত দেখার মজাই আলাদা।
advertisement
4/6
*এই গরমে বিকাল অথবা সন্ধ্যায় ঘোরার জন্য বুড়ুল আদর্শ জায়গা। একদিনের মধ্যে পিকনিক সেরে আবার বাড়িতে ফিরে যেতে পারবেন আপনি। কলকাতার খুব কাছেই রয়েছে এই জায়গা।
*এই গরমে বিকাল অথবা সন্ধ্যায় ঘোরার জন্য বুড়ুল আদর্শ জায়গা। একদিনের মধ্যে পিকনিক সেরে আবার বাড়িতে ফিরে যেতে পারবেন আপনি। কলকাতার খুব কাছেই রয়েছে এই জায়গা।
advertisement
5/6
*এখানে আসতে হলে কলকাতা থেকে লোকাল ট্রেনে আসতে হবে বজবজ। বজবজ থেকে বুড়ুল আসার সরাসরি অটো পাওয়া যায়। এখন টোটোও পাওয়া যায়।
*এখানে আসতে হলে কলকাতা থেকে লোকাল ট্রেনে আসতে হবে বজবজ। বজবজ থেকে বুড়ুল আসার সরাসরি অটো পাওয়া যায়। এখন টোটোও পাওয়া যায়।
advertisement
6/6
*ট্রেনে চাপতে ইচ্ছে না হলে বাসের ব্যবস্থাও আছে। ধর্মতলার বাসস্ট্যান্ড থেকে বুড়ুলের বাস ছাড়ে। এই জায়গায় আসার খরচ হবে ৬০ থেকে ১০০ টাকা।
*ট্রেনে চাপতে ইচ্ছে না হলে বাসের ব্যবস্থাও আছে। ধর্মতলার বাসস্ট্যান্ড থেকে বুড়ুলের বাস ছাড়ে। এই জায়গায় আসার খরচ হবে ৬০ থেকে ১০০ টাকা।
advertisement
advertisement
advertisement