Tourism: একই বেদীতে লক্ষ্মী-সরস্বতী পুজো, ইতিহাসের সাক্ষী হতে ছোট্ট ছুটিতে যাবেন নাকি এই জমিদারবাড়ির পুজো দেখতে? রইল ঠিকানা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Tourism: পুজোর সময় বা পুজোর আগে ঘুরে আসতে পারেন এই জমিদারবাড়ি, এটি হতে পারে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন।
*বীরভূম, সৌভিক রায়: আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা, এরপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর সময় ভ্রমণ পিপাসু বাঙালি একদিনের জন্য বীরভূম ভ্রমণের জন্য ছুটে আসেন। তবে কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। তাহলে আপনাদের ঠিকানা দেবো এমন একটি জায়গার যেখানে গেলে আপনার মন মুগ্ধ হতে বাধ্য।
advertisement
*বীরভূমের শান্তিনিকেতন অঞ্চলের একটি ঐতিহাসিক স্থান। বোলপুর শান্তিনিকেতন তো অনেকবার গেছেন তবে হয়তো এই জায়গা আপনার যাওয়া হয়নি, এই জায়গার নাম তালতোর জমিদারবাড়ি। এটি শান্তিনিকেতনের প্রান্তিক স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম এবং এখানে জমিদারি প্রথা বিলুপ্ত হলেও তাদের লোকাচার ও ঐতিহ্য এখনও বিদ্যমান।
advertisement
*আর এখানকার একটি বিশেষ বৈশিষ্ট্য হলও,এখানে একই বেদীতে লক্ষ্মী ও সরস্বতীর পুজো করা হয়, যা একটি বিরল এবং ঐতিহ্যবাহী রীতি। দুই দেবীকে একইসঙ্গে বংশ পরম্পরায় পুজো করে আসছেন তালতোড় গ্রামের ঘোষ পরিবার।
advertisement
*ঘোষ পরিবার সূত্রে জানা গিয়েছে, আনুমানিক প্রায় ৩০০ বছর আগে জমিদার লোটন ঘোষের স্ত্রী স্বর্ণময়ী দেবী মা দুর্গার পুজো শুরু করেন। তারপর শুরু হওয়া দুর্গাপুজো এখনও চলছে। সেই দুর্গা মণ্ডপেই সাড়ম্বরে লক্ষ্মী এবং সরস্বতীর পুজো অর্চনা করা হয়। ঐতিহ্যবাহী এই পুজো দেখতে বোলপুর শান্তিনিকেতনের পাশাপাশি ভিড় করেন আশেপাশে গ্রামের বাসিন্দারাও।
advertisement
*এবার প্রশ্ন আপনি পৌঁছবেন কীভাবে? আপনি কলকাতা, হাওড়া, অথবা শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে যে কোনও গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই তালতোড় জমিদারবাড়ি। তবে আপনার বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে এটা একটু দূরে হবে। কিন্তু আপনি যদি প্রান্তিক স্টেশনে নামেন তাহলে আপনাকে প্রান্তিক স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার পথ যেতে হবে।