ঠাকুরঘরে ঠাকুরের মুখ কোনদিকে রাখা উচিত জানেন ?

Last Updated:
1/9
• গৃহের সবচেয়ে পবিত্রস্থান মনে করা হয় ঠাকুরঘরকে ৷ যদিও দেবতার বিচরণ বিশ্বের সর্বত্র তবু মনে করা হয় স্বয়ং দেবতা অধিষ্ঠান করেন এই স্থানে ৷ সেই কারণেই ঠাকুরঘরকে সুন্দর করে সাজিয়ে তুলি আমরা ৷ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ৷ শুদ্ধ আচার, নিয়ম পালন করার চেষ্টা করি ৷ শাস্ত্র মতে, অশুভ শক্তিকে সংসার থেকে দূরে রাখতে ঠাকুরঘরে এই নিয়মগুলি আবশ্যই মেনে চলা উচিত ৷
• গৃহের সবচেয়ে পবিত্রস্থান মনে করা হয় ঠাকুরঘরকে ৷ যদিও দেবতার বিচরণ বিশ্বের সর্বত্র তবু মনে করা হয় স্বয়ং দেবতা অধিষ্ঠান করেন এই স্থানে ৷ সেই কারণেই ঠাকুরঘরকে সুন্দর করে সাজিয়ে তুলি আমরা ৷ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ৷ শুদ্ধ আচার, নিয়ম পালন করার চেষ্টা করি ৷ শাস্ত্র মতে, অশুভ শক্তিকে সংসার থেকে দূরে রাখতে ঠাকুরঘরে এই নিয়মগুলি আবশ্যই মেনে চলা উচিত ৷
advertisement
2/9
• ঠাকুর ঘরের দরজা যেন লোহার না হয় ৷ সেই দরজা যেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ না হয়ে যায় ৷ ঠাকুরঘর এমন জায়গায় তৈরি করতে হবে যাতে সারাদিন তাতে আলো বাতাস চলাচল করে ৷ এমনটা না হলে নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে না ৷
• ঠাকুর ঘরের দরজা যেন লোহার না হয় ৷ সেই দরজা যেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ না হয়ে যায় ৷ ঠাকুরঘর এমন জায়গায় তৈরি করতে হবে যাতে সারাদিন তাতে আলো বাতাস চলাচল করে ৷ এমনটা না হলে নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে না ৷
advertisement
3/9
• ঠাকুরঘরে ঘণ্টা রাখতেই হবে এবং পুজোর পর নিয়ম করে ঘণ্টা বাজাতে হবে ৷ এতেও নেগেটিভ এনার্জি দূরে চলে যায় ৷
• ঠাকুরঘরে ঘণ্টা রাখতেই হবে এবং পুজোর পর নিয়ম করে ঘণ্টা বাজাতে হবে ৷ এতেও নেগেটিভ এনার্জি দূরে চলে যায় ৷
advertisement
4/9
• বাস্তু মতে ঠাকুরঘরের দেওয়ালে হলুদ, সাজা বা হালকা নীল রং করতে হবে ৷ মেঝের রং হওয়া উচিত সাদা ৷ বাথরুম আর রান্নাঘরের থেকে দূরে রাখতে হবে ঠাকুরঘর ৷
• বাস্তু মতে ঠাকুরঘরের দেওয়ালে হলুদ, সাজা বা হালকা নীল রং করতে হবে ৷ মেঝের রং হওয়া উচিত সাদা ৷ বাথরুম আর রান্নাঘরের থেকে দূরে রাখতে হবে ঠাকুরঘর ৷
advertisement
5/9
• ঠাকুরঘরের প্রদীপ সবসময় দক্ষিণ-পূর্ব কোণ করে রাখা উচিত ৷ খেয়াল রাখতে হবে, কোনওভাবেই যেন প্রদীপ মাটিতে রাখা না হয় ৷ অনেকে বলেন, এতে সংসারের অশুভ হয় ৷
• ঠাকুরঘরের প্রদীপ সবসময় দক্ষিণ-পূর্ব কোণ করে রাখা উচিত ৷ খেয়াল রাখতে হবে, কোনওভাবেই যেন প্রদীপ মাটিতে রাখা না হয় ৷ অনেকে বলেন, এতে সংসারের অশুভ হয় ৷
advertisement
6/9
• বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘরে রাখা দেব-দেবীদের মূর্তি যেন কোনও সময় ২ ইঞ্চির কম এবং ৯ ইঞ্চির বেশি না হয়। ঠাকুরের ছবি যেন ভুলেও উত্তর বা দক্ষিণ দিকে মুখে করে না থাকে।
• বাস্তুশাস্ত্র মতে ঠাকুর ঘরে রাখা দেব-দেবীদের মূর্তি যেন কোনও সময় ২ ইঞ্চির কম এবং ৯ ইঞ্চির বেশি না হয়। ঠাকুরের ছবি যেন ভুলেও উত্তর বা দক্ষিণ দিকে মুখে করে না থাকে।
advertisement
7/9
• শাস্ত্র মতে ঠাকুরের মূর্তি যেন একে অপরের দিকে মুখ করে না থাকে। শুধু তাই নয়, একই ঠাকুরের দুটো ছবি বা মূর্তি রাখা চলবে না। একে অশুভ মানা হয় ৷ ঠাকুরের ছবি বা মূর্তি যেন দেওয়ালের সঙ্গে লেগে না থাকে সে দিকেও খেয়াল রাখুন ৷
• শাস্ত্র মতে ঠাকুরের মূর্তি যেন একে অপরের দিকে মুখ করে না থাকে। শুধু তাই নয়, একই ঠাকুরের দুটো ছবি বা মূর্তি রাখা চলবে না। একে অশুভ মানা হয় ৷ ঠাকুরের ছবি বা মূর্তি যেন দেওয়ালের সঙ্গে লেগে না থাকে সে দিকেও খেয়াল রাখুন ৷
advertisement
8/9
• ঠাকুরঘরের কাছাকাছি জুতো বা চামড়ার জিনিস ভুলেও রাখবেন না ৷ মূর্তির নীচে টাকা বা গয়না রাখবেন না ৷
• ঠাকুরঘরের কাছাকাছি জুতো বা চামড়ার জিনিস ভুলেও রাখবেন না ৷ মূর্তির নীচে টাকা বা গয়না রাখবেন না ৷
advertisement
9/9
• বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘরে রাখা পুজোর সামগ্রি যেন দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে থাকে।
• বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘরে রাখা পুজোর সামগ্রি যেন দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে থাকে।
advertisement
advertisement
advertisement