চাল, ডাল সুজিতে থিকথিক করছে পোকা? হেঁসেলের ৫ জিনিসেই সব পালাবে! সহজে খাবার পরিশুদ্ধ করুন!
- Published by:Tias Banerjee
Last Updated:
মরসুম বদলের সঙ্গে সঙ্গে হেঁশেলে পোকার উৎপাত বেড়েই চলে। চাল, ডাল, আটা বা সুজি—সবেতেই নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে। তবে একটু সচেতন হলেই বড় ক্ষতি এড়ানো সম্ভব। হেঁশেলের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দীর্ঘদিন সুরক্ষিত রাখতে কাজে আসতে পারে কিছু সহজ ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান। চাল, ডাল, আটা, ময়দা ও সুজি ভালো রাখার জন্য এমনই পাঁচটি কার্যকর উপায় তুলে ধরা হল এখানে।
মরসুম বদলের সঙ্গে সঙ্গে হেঁশেলের নিত্যপ্রয়োজনীয় জিনিসে পোকার উৎপাত নতুন নয়। আবহাওয়ার আর্দ্রতা বাড়লেই চাল, ডাল, আটা, সুজি বা ময়দায় পোকা ধরার আশঙ্কা বেড়ে যায়। তবে একটু সচেতন হলে এবং ঘরোয়া কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই দীর্ঘদিন এসব খাদ্যদ্রব্য ভালো রাখা সম্ভব। রাসায়নিকের পথে না গিয়ে সহজ কয়েকটি টোটকাতেই মিলতে পারে সমাধান।
advertisement
হেঁশেলে চাল, ডাল কিংবা আটা সংরক্ষণে নিমপাতার ব্যবহার অত্যন্ত কার্যকর। নিমের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ দানাশস্যকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। চাল বা ডালের কৌটোর উপরে কয়েকটি শুকনো নিমপাতা রেখে ঢাকনা বন্ধ করে দিলে পোকা ধারেকাছেও ঘেঁষে না। সবচেয়ে ভালো দিক হল, নিমের কোনও গন্ধ বা স্বাদ খাবারের মধ্যে ঢুকে পড়ে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সব মিলিয়ে বলা যায়, মরসুম বদলের সময় হেঁশেলের চাল, ডাল, আটা, সুজি বা ময়দা সুরক্ষিত রাখতে বড় কোনও খরচ বা রাসায়নিকের প্রয়োজন নেই। নিমপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, দেশলাই কাঠি কিংবা সর্ষের তেলের মতো সহজ ঘরোয়া উপাদানই পোকামাকড় ও আর্দ্রতার হাত থেকে খাদ্যদ্রব্যকে দীর্ঘদিন ভালো রাখতে পারে। একটু সচেতনতা আর নিয়মিত যত্নেই হেঁশেলের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থাকবে নিরাপদ ও ব্যবহারযোগ্য।









