Kidney Problem: ফোলা চোখ কিংবা বমি-বমি ভাব? শরীরে এই ৫ লক্ষণ দেখা দিলেই সাবধান, হয়তো বিকল হচ্ছে কিডনি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। কিডনি শরীরের যাবতীয় খারাপ পদার্থ শরীরের বাইরে বের করে দেয়। কিডনি শুধু রক্ত পরিশোধনেই সাহায্য করে না, শরীরে তরল ও বিভিন্ন প্রকার নুনের ভারসাম্য, রক্ত উৎপাদনে সহায়তা এবং শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। কাজেই সুস্থ থাকতে কিডনিকে সুস্থ রাখতেই হবে। চিকিৎসকদের মতে, আপনার শরীরে যদি এই লক্ষণগুলো দেখা দেয়, সাবধান হন, হয়তো আপনার অজান্তেই কিডনি বিকল হচ্ছে--
advertisement
চোখের ফোলা ভাব-- পর্যাপ্ত ঘুমোনোর পরেও যদি চোখের তলায় ফোলা ভাব না কমে, তা হলে বুঝতে হবে কিডনির কার্যকারিতায় কোনও সমস্যা হচ্ছে। রক্ত থেকে পুষ্টিকর পদার্থ ছেঁকে দূষিত পদার্থ বার করতে পারছে না কিডনি। ফলে রক্তের মধ্যে থাকা প্রোটিন মিশে যাচ্ছে মূত্রের মধ্যে। যার ফলে চোখের চারপাশে ফোলা ভাব দেখা দিতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement