কিডনির সমস্যা চিনতে সাহায্য করতে পারে প্রস্রাব! জেনে নিন ডাক্তারের পরামর্শ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দেহের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ হল কিডনি। দেহ থেকে দূষিত পদার্থ দূর করতে এবং তরলের ভারসাম্য বজায় রাখতে কিডনির ভূমিকা অনস্বীকার্য। কিন্তু, অনেক সময়েই দেখা যায় কিডনির সমস্যা আগে থেকে বোঝা সম্ভব হয় না। এই ক্ষেত্রে প্রস্রাবের বর্ণ, গন্ধ, বা পরিমাণ কিডনির সমস্যা বুঝতে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কিডনির সমস্যা শনাক্তকরণ১) যারা সুগার, প্রেশার এবং বার বার মুত্রনালির সংক্রমণের ভোগেন, তাঁদের কিডনির স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।২) অতিরিক্ত মাত্রায় নুন খাওয়া এবং কম জলপানের অভ্যাস কিডনির সমস্যা তৈরি করে।৩) সুস্থ কিডনির জন্য ৬ মাস অন্তর এক বার করে মুত্র পরীক্ষা করানো উচিত।৪) মুত্রত্যাগের সময়ে কোনও অস্বস্তি বা জ্বালা ভাব কিডনিতে পাথরের সম্ভাবনার দিকে নির্দেশ করে। সঠিক সময়ে চিকিৎসা না হলে কিডনিতে প্রবল সংক্রমণও হতে পারে।
