Kidney Health Care:ঘুম থেকে উঠেই চায়ে চুমুক বা ব্যায়াম? সকালের যে ৫ অভ্যাসে বিকল হচ্ছে কিডনি, যা বলছেন চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সকালের কয়েক ঘণ্টায় আমরা অজান্তেই এমন কয়েকটা কাজ করে ফেলি, যাতে কিডনির দফারফা হয়
দিন শুরু করার সময় ব্যস্ততা থাকে তুঙ্গে! যত তাড়াতাড়ি সম্ভব কফির কাপটা শেষ করে কাজে বেরিয়ে পড়া। কিন্তু কেউ মাথায় রাখি না, সকালের কয়েক ঘণ্টায় আমরা অজান্তেই এমন কয়েকটা কাজ করে ফেলি, যাতে কিডনির দফারফা হয়। রক্ত পরিশোধন, দেহে তরলের ভারসাম্য বজায় রাখা আর দেহের ভিতরের রসায়ন সঠিক রাখাই কিডনির কাজ। কিন্তু কিডনি যখন বেশি কাজ করে বা জলশূন্য হয়ে যায়, তখন ধীরে ধীরে বিকল হতে থাকে।
advertisement
advertisement
সকালে জল না খাওয়া-- সারা রাত ঘুমানোর পর সকালে শরীরে জলের পরিমাণ কম থাকে। এমনিতেই সারা রাত কিডনি কাজ করে চলে খুব বেশি জল ছাড়াই। যদি সকালে আপনি প্রথমেই চা বা কফি খান, তাহলে কিডনির কাজ আরও কঠিন হয়ে পড়ে। কাজেই সকালে প্রথমেই আপনাকে এক গ্লাস জল খেতে হবে। 'ওবেসিটি ফ্যাক্টস'-এর একটি রিপোর্ট বলছে, কিডনির সঠিক কার্যকারিতায় জলের বিশাল ভূমিকা রয়েছে। জল কিডনি স্টোনও রোধ করে।
advertisement
অনেক ক্ষণ মূত্র চেপে রাখা-- মূত্র চেপে রাখা কখনওই উচিৎ নয়, সকালে তো নৈব নৈব চ। ঘুমানোর সময় ইউরিনারি ব্ল্যাডার স্ফীত হয়, কাজেই সকালে মূত্র চেপে রাখলে ব্ল্যাডার ও কিডনিতে বাড়তি চাপ পড়ে। 'কোরিয়ান জার্নাল অফ ফ্যামিলি মেডিসিন'-এর একটি গবেষণায় বলা হয়েছে, মূত্র চেপে রাখার অভ্যাস মধ্যবয়সী মহিলাদের মধ্যে ব্লাড প্রেশারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
advertisement
advertisement
advertisement







