Kidney Damage: পচে দলা পাকিয়ে যাচ্ছে কিডনি! রাতে ঘুমের মধ্যে সাধারণ 'এই' লক্ষণ দেখলে সাবধান, সকালে উঠেই ডাক্তারের কাছে যান
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kidney Damage: শরীরে অসুস্থতা বিভিন্ন লক্ষণের মাধ্যমে বেরিয়ে আসে। বিশেষত রাতের ঘুমের সময় দেখা যায় এমন কিছু লক্ষণ কিডনির সমস্যাগুলি নির্দেশ করতে পারে। কিডনি হল মূল অঙ্গ, যা শরীর থেকে বর্জ্য এবং টক্সিন অপসারণ করে।
advertisement
advertisement
*শ্বাসকষ্টঃ রাতে ঘুমাতে যাওয়ার পরপরই শ্বাসকষ্ট হওয়া বা বুকে ভারী অনুভূত হওয়া কিডনির সমস্যার লক্ষণ। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরের তরল ফুসফুসে চলে যায়। ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। দীর্ঘস্থায়ী কিডনি সমস্যায় এ ধরনের লক্ষণ খুবই দেখা যায়। রাতে ঘুমের মধ্যে সমস্যা বাড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান। হার্টের সমস্যা দেখা দিলেও অনুরূপ লক্ষণগুলি দেখা দিতে পারে। সুতরাং আপনি এটিকে একেবারেই উপেক্ষা করবেন না। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*ঘুমের মধ্যে অস্বস্তিঃ রাতে অস্বস্তি এবং বারবার জেগে ওঠাও কিডনির সমস্যার লক্ষণ। শরীরে টক্সিন জমে গেলে শরীরে অধৈর্য ও অস্বস্তি দেখা দেয়। কিডনি ফাংশন ক্ষতিগ্রস্থ হলে এই লক্ষণগুলি দেখা দেয়। কিডনির সমস্যাগুলি ঘুমের গুণমানকে প্রভাবিত করতে পারে। স্বাস্থ্যকর ডায়েট এবং পর্যাপ্ত জল পান করে কিডনি রক্ষা করা যায়। এই লক্ষণগুলি উপেক্ষা করা খুব বিপজ্জনক হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
