Kalimpong Tourism: কালিম্পং পাহাড়ে স্বপ্নের মতো সুন্দর গ্রাম! ৩৬০ ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ, পুজোয় ঘুরে আসুন চুইখিম
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kalimpong Tourism: চুইখিম এলে সন্ন্যাসীদাড়ায় দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা না দেখলেই নয়। আকাশছোঁয়া তুষারাবৃত শৃঙ্গ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। এই দৃশ্য শুধু চোখে নয়, মনে গেঁথে থাকবে আজীবন।
*পুজোর মরশুমে অফবিট গন্তব্যের খোঁজ করছেন? উত্তরবঙ্গের এই জায়গায় হতে পারে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। মেঘের গ্রাম চুইখিম! কালিম্পংয়ের সবুজ পাহাড়ি বুকের ওপর ছোট্ট এই গ্রাম যেন মেঘেদের ঠিকানা। সকালবেলায় মেঘ এসে ঘর-দরজা ঢেকে দেয় স্নেহের পরশে। কর্মব্যস্ত শহুরে জীবনের বাইরে এ এক অন্য পৃথিবী। এখানে পৌঁছলেই মন ভরে যায় স্বর্গীয় শান্তিতে।
advertisement
advertisement
advertisement
advertisement









